AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে কমিটির দ্বন্দ্বে মন্দিরে তালা


Ekushey Sangbad

০১:৪৫ পিএম, সেপ্টেম্বর ৩০, ২০১৪
কুড়িগ্রামে কমিটির দ্বন্দ্বে মন্দিরে তালা

একুশে সংবাদ:কুড়িগ্রামের কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকায় সংঘর্ষের আশংকায় ছিনাই ইউপি’র মুড়িয়া পাকটি সার্বজনীন দুর্গা মন্দিরটিতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ শনিবার সন্ধ্যায় ওই মন্দিরটিতে তালা দিয়েছে। দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপ গুলোতে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-আনসার বাহিনী মিলে প্রায় সাড়ে ৭শ’ সদস্য দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশ বাহিনীর ১৫ সদস্যের একটি স্ট্রাইকিং ফোর্স প্রতিনিয়ত মন্ডপগুলোতে টহল দেয়ার কথা জানিয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ। ওই মন্দিরটিতে গতকাল তালা দেয়ার বিষয়ে জানতে চাইলে এলাকার সনাতন ধর্মালম্বী শিমুল (৩২), গুঞ্জন (২৫), অমুল্য (৩৫) বলেন, মন্দিরের কমিটি নিয়ে ৫/৬টি পরিবার সরে গেলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা শনিবার সন্ধ্যায় মন্দিরটিতে তালা দেন এবং আজ সন্ধ্যায় বিষয়টি মিমাংসা হওয়ার কথা রয়েছে। ডিও কম দামে কেনার বিষয়ে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সহ. অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকারের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ পর্যন্ত মাত্র কয়েকটি ডিও কিনেছি এবং বাকীগুলো নিয়ে অন্য ডিও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে যেখানে বেশি দাম পাওয়া যাবে সেখানে মন্দির কমিটিকে বিক্রি করার পরামর্শ দেয়া হয়েছে এবং মুড়িয়া পাকটি মন্দিরটি নিয়ে দু’টি পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় গত শনিবার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে বিশৃঙ্খলা এড়াতে মন্দিরটিতে তালা দেয়া হয়েছে। বিষয়টি গত রাতে মিমাংসা করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল হক বলেন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতির ডিও কেনার বিষয়টি তিনি শুনেছেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান বলেন, স্ব-স্ব মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের হাতে ডিও প্রদান করা হয়েছে। কেউ কম দামে কারো কাছে বিক্রি করলে সেটা তাদের বিষয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১৪টি পূজা মন্ডপের জন্য সরকারিভাবে প্রতিটি মন্ডপের জন্য ৫শ’ কেজি করে মোট ৫৭ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং ইতিমধ্যে স্ব-স্ব পূজা মন্ডপের কমিটির সভাপতি-সেক্রেটারীর নিকট ডিও প্রদান করা হয়েছে। অপরদিকে রাজারহাট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সহ. অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার কর্তৃক কমদামে ডিও কেনার অভিযোগ উঠেছে। একুশে সংবাদ ডটকম/মমিনুল ইসলাম বাবু/কুড়িগ্রাম প্রতিনিধি/৩০.০৯.২০১৪
Link copied!