AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরের ৩টি দূষণকারী ডাইং কারখানার ৩০ লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad

০৬:৩০ এএম, অক্টোবর ১৫, ২০১৪
গাজীপুরের ৩টি দূষণকারী ডাইং কারখানার ৩০ লাখ টাকা জরিমানা

একুশে সংবাদ : পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুর জেলার ৩টি দূষণকারী ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। মঙ্গলবার(১৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অধিদপ্তর তথ্য মোতাবেক, ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজার নেতৃত্বে একটি টিম গত ২৯/০৯/২০১৪ তারিখে গাজীপুর জেলার বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের প্রমাণ পায়। তারই প্রেক্ষাপটে গাজীপুরের কালিয়াকৈর- চন্দ্রা এলাকার আয়মান টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেডকে ১৮ লাখ টাকা এবং ইটিপি বন্ধ রেখে কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে সাদাত কম্পোজিট নিট ইন্ডাঃ লিঃ, শিনাবাহা, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর-কে ৮ লক্ষ টাকা; একই অপরাধে একই এলাকার সাত্তার টেক্সটাইল মিলসকে-৪ লাখ টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। একুশে সংবাদ ডটকম/আর/১৫-১০-০১৪:
Link copied!