AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে ১৬ দিনব্যাপী নাট্যোৎসব


Ekushey Sangbad

০৭:৩২ এএম, অক্টোবর ১৫, ২০১৪
চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে ১৬ দিনব্যাপী নাট্যোৎসব

একুশে সংবাদ : ‘মঞ্চের সত্য হোক আমাদের অভিন্ন প্রত্যয়’ শ্লোগান সামনে রেখে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হচ্ছে ১৬ দিনব্যাপী নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি, স্থানীয় নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকা-কে গতিশীল করার লক্ষ্যে ১৭ অক্টোবর থেকে পহেলা নভেন্বর পর্যন্ত এ নাট্যোৎসবের আয়োজন করেছে একাডেমী কর্তৃপক্ষ। শিল্পকলা একাডেমীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের বিশেষ অনুপ্রেরণায় ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা মিলনায়তনে নাটক মঞ্চায়নের পাশাপাশি, সন্ধ্যা ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে মুক্তনাটক, নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনাও অনুষ্টিত হবে। ১৭ অক্টোবর বিকেল ৫টায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসবে অরিন্দম নাট্য সম্প্রদায়- দুতিয়ার চাঁন, সমীকরণ থিয়েটার-ময়না, নান্দীমুখ- তবুও মানুষ, লোক থিয়েটার- ভল্লুক, নাট্যাধারা- শিখন্ডী কথা, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম- অন্তর্দাহ, অঙ্গন থিয়েটার ইউনিট- নিবারণের স্বপ্ন স্বদেশ, উত্তরাধিকার-মৃত্যুপাখি, গনায়ন নাট্য সম্প্রদায়-মুক্তধারা, নান্দীকার- কোর্ট মার্শাল, কথক থিয়েটার- গন্তব্য, কথক নাট্য সম্প্রদায়-অতি সাধারণ চিকিৎসক, অনন্য থিয়েটার- ভুত, প্রতিনিধি নাট্য সম্প্রদায়-সলিউশন এক্স, তির্যক নাট্য গোষ্ঠী- নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি রেপাটরী নাট্যদল- কানার হাটবাজার নাটক মঞ্চায়ন করবে। একুশে সংবাদ ডটকম/আর/১৫-১০-০১৪:
Link copied!