AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন উৎপাদনের সম্ভাবনা


Ekushey Sangbad

০৬:০৯ এএম, অক্টোবর ১৭, ২০১৪
বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন উৎপাদনের সম্ভাবনা

একুশে সংবাদ:চলতি মৌসুমে বগুড়ায় লক্ষ্যমত্রার চেয়ে বেশি আমন চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।বন্যায় ৩টি উপজেলার ১২৫৬৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ২৫ হাজার টন বেশি আমন চাল উৎপাদনের আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বগুড়ায় ১৮৪৫৩৩ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করে ৪৯২০৯২ মেট্রিক টন আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। জেলার কৃষকেরা কৃষি এবং অকৃষি সবধরনের জমিতে আমন চাষ করায় শেষ পর্যন্ত ১৯০০০০ হেক্টর জমি আমন চাষের আওতায় এসেছে। এর মধ্যে ১৮৫২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল এবং ৪৮০০ একর জমিতে স্থানীয় এবং অন্যান্য জাতের আমন ধান চাষ করা হয়েছে। উপজেলাওয়ারী বগুড়া সদর উপজেলায় ১০২৪৫ হেক্টর জমিতে, শাহজানপুরে ১৪০০০ হেক্টর জমিতে, শেরপুরে ২১৫০০ হেক্টর জমিতে, ধূনটে ১৮০০০ হেক্টর জমিতে, গাবতলীতে ১৭৩০০ হেক্টর জমিতে, সারিয়াকান্দিতে ১২৭৩২ হেক্টর জমিতে, সোনাতলায় ১০৬৩৫ হেক্টর জমিতে, শিবগঞ্জে ২০৯০৩ হেক্টর জমিতে, কাহালুতে ১৮৩০০ হেক্টর জমিতে, দুপচাঁচিয়ায় ১৩২০০ হেক্টর জমিতে, আদমদিঘীতে ১২৬১৫ হেক্টর জমিতে এবং নন্দীগ্রাম উপজেলায় ২০৫৭০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। জেলার কৃষকরা জানিয়েছেন, সার, বীজ, কীট নাশকসহ সব ধরনের কৃষি উপকরনের সহজলভ্যতার কারণে এবং আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় তারা পর্যাপ্ত আমন ফলনের আশা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চন্ডীদাস কুন্ডু জানান, রোপা আমন চাষ সফল করতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জেলার কৃষকদের সচেতন করে চলেছে। সময়মত বীজ সহ সব ধরনের কৃষি সরঞ্জামাদির সহজ প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ শেষ পর্যন্ত অনুকূলে থাকলে এবার জেলায় আমন চালের উৎপাদন ৫লক্ষ ১৬ হাজার টন ছাড়িয়ে যাবে। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/মামুন/১৭.১০.২০১৪
Link copied!