AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যর্থতা ঘুচিয়ে রাজপথে নামবে ছাত্রদল


Ekushey Sangbad

০৭:৫৩ এএম, অক্টোবর ১৭, ২০১৪
ব্যর্থতা ঘুচিয়ে রাজপথে নামবে ছাত্রদল

একুশে সংবাদ : অনেক প্রতীক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের ২০১ সদস্যের নতুন কমিটি গঠন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নতুন কমিটির সভাপতি হয়েছেন রাজীব আহসান। ছাত্রদলকে ঢেলে সাজাতে কি করবেন? ছাত্রদলের যে জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেগুলোর প্রতি বেশি নজর দেয়া হবে। দুর্বল জায়গাগুলোতে ত্যাগী ও আদর্শবান ছাত্র নেতাদের স্থান দেয়া হবে। যাতে সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার হয়। সংগঠন নিয়ে আপনার পরিকল্পনা কি? গত সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদল রাজপথে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি বলে বদনাম রয়েছে। তাই সবার আগে সেই বদনাম দূর করতে চাই। আর এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক আন্দোলনের কথা আমরা ভাবছি। নতুন কমিটি গঠনের পরই একটি পক্ষ বিদ্রোহ করছে। তারা ককটেল হামলাও করেছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? এগুলো সরকারি দলের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। কারণ ছাত্রদলের মধ্যে ঐক্য ছিল। আর ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে ছাত্রদলকে বিভ্রান্ত করার জন্য সরকারি দল অপপ্রচারগুলো চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আন্দোলনের কথা আপনি বলেছেন। সেই ধরনের শক্তি ছাত্রদলের কতটুকু আছে? প্রতিটি স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রখেছে। আর ইতিহাস আমাদের সেই শিক্ষাই দিয়েছে। তাই বিগত আন্দোলনগুলোর ন্যায় ছাত্রদল এবারও সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ছাত্র-ছাত্রীরা আমাদের কাছ থেকে অনেক কিছুই প্রত্যাশা করে। আমরা তাদের সেই প্রত্যাশা বাস্তবায়নে বধ্যপরিকর। আংশিক কমিটি ঘোষণা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ ঘোষণা হবে? সংগঠনকে সুসংগঠিত করার প্রক্রিয়ার কাজ আমরা ইতোমধ্যে শুরু করেছি। পাশাপাশি আন্দোলনের কর্মসূচি নিয়েও কাজ শুরু করেছি। তবে খুব শিগগির ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বর্তমান আংশিক কমিটিতে যারা পদ-পদবী পেয়েছেন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় তাদের কি রদবদল করা হবে নাকি এটা ঠিক রেখেই বাকিদের নাম জানানো হবে? কমিটিতে নতুন করে আবার রদবদল করার কোন কারণ নেই। কারণ অনেক চিন্তা-ভাবনা করেই কমিটি করা হয়েছে। তবে যেসব পদ বাকি রয়েছে সেগুলো আমরা তরুণ নেতৃত্ব ও ত্যাগীদের আনার চেষ্টা করবো। বিগত ছাত্রদল কমিটিতে বিবাহিত ও ছাত্র নয় এমন নেতাদের প্রাধান্যই ছিলো বেশি। বর্তমান কমিটিতেও এই ধারা লক্ষ্য করা গেছে। এই বিষয়ে আপনার অভিমত কী? ছাত্রদলে বিবাহিতরা থাকতেই পারে। আর বর্তমান কমিটিতেও বিবাহিতরা আছে। তবে কমিটিতে বিবাহিত নেতা থাকা দোষের নয়। কারণ প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোতে বিবাহিতরাই বেশি থাকে। তবে ছাত্রত্ব নেই এমন কাউকে ছাত্রদলের পদ দেয়া হয়নি। আর ছাত্রদলে বিবাহিত নেতা থাকায় কারণে আন্দোলনের উপর কোন প্রভাব পড়বে না। ছাত্রদলের পক্ষ থেকে কী ধরণের কর্মসূচি দেয়া হতে পারে? ছাত্রদল মূলত ছাত্র-ছাত্রীদের দাবিকে প্রাধান্য দিয়ে কর্মসূচি ঘোষণা করবে। আর এই কর্মসূচিগুলো হবে রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন ও গণতন্ত্র উদ্ধারের দাবিতে। এছাড়া বিরোধী মত দমনের প্রতিবাদেও সোচ্চার হবে ছাত্রদল। এই ইস্যুগুলো নিয়েই ছাত্রদল মূলত রাজপথে থাকবে। একুশে সংবাদ ডটকম/আর/১৭-১০-০১৪:
Link copied!