AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবজি চাষ করে স্বাবলম্বী মেহেরপুরের ছালেহা বেগম


Ekushey Sangbad

১০:০০ এএম, অক্টোবর ১৮, ২০১৪
সবজি চাষ করে স্বাবলম্বী মেহেরপুরের ছালেহা বেগম

একুশে সংবাদ: স্বামীর প্রতিদিনের অবহেলা ছালেহা বেগমের জীবনকে থামিয়ে দিতে পারেনি। নারীরা যে সমাজে অবহেলিত আর বোঝা নয়, সেটা তিনি প্রমাণ করেছেন ধৈর্য, সাহসিকতা আর মনোবল দিয়ে। ছালেহা এখন এলাকার অবহেলিত নারীদের পথ প্রদর্শক। অবহেলিত নারীর জীবন সংগ্রামের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে। ছালেহা বেগমের বিবাহিত জীবনের শুরুটা ভালো কাটলেও ১০ বছর পর স্বামী লিয়াকত আলী অন্যত্র বিয়ে করে বিদেশ চলে যান। এরপর ১টি কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসেন বাবার বাড়িতে। বাড়ি করে থাকার জন্য বাবা ও ভাইদের কাছ থেকে পান একখন্ড জমি। ওই জমিতেই মাথা গোঁজার মত একটি কুড়ে ঘর করে বাকি জমিতে গড়ে তোলেন বিভিন্ন সবজিসহ ফলের বাগান। এলাকাবাসী বাগানটির নাম দিয়েছে ‘ছালেহা বেগমের জীবন্ত সবজি ভান্ডার’। ছালেহা সবজি বিক্রি করে প্রতি মাসে ৫-৬ হাজার টাকা আয় করেন। ফল বিক্রি করেন বছরে ৪০-৫০ হাজার টাকার। ছালেহা বেগম বলেন, স্বামী আমাকে ফেলে বিদেশ চলে যাওয়ার পর থেকে বাবার বাড়িতে এসে পৌনে দুই বিঘা জমির উপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করি। এখন এ সবজি চাষ থেকে যা আয় হয়, তা দিয়ে আমার জীবন নির্বাহ হচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাতনী তামান্নাকে সহযোগিতা করছি। তিনি আরও বলেন, আমার বাগানের সবজি বিষমুক্ত হওয়ায় এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে। যার কারণে আমাকে সবজি বিক্রি করতে বাজারে যাওয়া লাগে না। বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়। সবজি ক্রেতা শাহিন আক্তার জানান, আমরা এখান থেকে প্রতিদিন সবজি কিনে নিয়ে যাই। এখন আর শহর থেকে সবজি কিনে ফেরি করতে হয় না। ছালেহার প্রতিবেশী নুরী বেগম জানান, সালেহার সবজি ক্ষেত হওয়ায় এলাকার অনেকের উপকার হয়েছে। তাদের যখন মন চায় তারা ইচ্ছা মতো সবজি কিনে নিতে পারে। ছালেহার পাশে এসে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমরা কৃষি বিভাগ ছালেহা বেগমের সবজি চাষে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাঁদবিল গ্রামের ছালেহা বেগম নিজ উদ্যোগে তার বসত বাড়ির আঙ্গিনাসহ আশপাশে সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/মামুন/১৮.১০.২০১৪
Link copied!