AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানের নীলাচলে পর্যটন মেলা শুরু


Ekushey Sangbad

১১:০৮ এএম, অক্টোবর ১৮, ২০১৪
বান্দরবানের নীলাচলে পর্যটন মেলা শুরু

একুশে সংবাদ: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাহাড়ের ১১টিসহ সারাদেশের ৪৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে একজাতি এক দেশ হিসাবেই সম্প্রীতির বন্ধন নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তি সম্প্রাদিত হয়েছে বলেই পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বিরাজ করছে। তাই সর্বক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েছে। মন্ত্রী আজ বান্দরবনের পর্যাটন কেন্দ্র ২হাজার ফুট উচুঁ নীলাচলে ৩ দিন ব্যাপী কিউট লোকজ মেলা উদ্ধোধনকালে এ কথা বলেন। এ সময় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী প্রমূখ্ উপস্থিত ছিলেন। মন্ত্রী একগুচ্ছ বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন মন্ত্রী। পরে নৃ-গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ৩ দিনের লোকজ মেলা জেলা শহরের রাজার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। পর্যটন মন্ত্রণালয়,পার্বত্য মন্ত্রণালয়,পার্বত্য জেলা পরিষদ,জেলা প্রশাসন ও সেনা রিজিয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ লোকজ মেলা অনুষ্ঠিত হচ্ছে। লোকজ মেলা উপলক্ষে জেলা শহরে বিপুল সংখ্যক দেশি-বিদেশী পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য,প্রথা,স্বকীয়তা ও জীবনধারা বজায় রেখে সমতলের মানুষের সাথে জাতীয় ঐক্য ও সম্প্রীতিতে বসবাসের আহবান জানান। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/মামুন/১৮.১০.২০১৪
Link copied!