AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একজন পাত্রের জন্য ১২৬ পাত্রী !


Ekushey Sangbad

০৫:১৬ এএম, অক্টোবর ১৯, ২০১৪
একজন পাত্রের জন্য ১২৬ পাত্রী !

একুশে সংবাদ : একজনকে বিয়ে করার জন্য হাজির হলেন ১২৬ জন। শুনে চমকে গেলেন তো। এটা একটা বিয়ের অনুষ্ঠানের ঘটনা। পাত্র একজন কিন্তু পাত্রীর সংখ্যা ১২৬। অবশ্য একজন পাত্রীকেই নির্বাচন করা হলো বিয়ের পিঁড়িতে বসার জন্য। তারপর অনুষ্ঠান হলো বেশ জাঁকজমকের সঙ্গে। চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। আর এ নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে। তবে শোনা যাচ্ছে শুধু রেকর্ড গড়াটাই নাকি ছিল এ বিয়ের উদ্দেশ্য। পৃথিবীতে এবারই প্রথম এমন বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো। আর বিয়ের এ ঘটনাটি এতোটাই ব্যতিক্রম হয়ে উঠেছিল যে, শেষপর্যন্ত তা বিশ্ব রেকর্ড সৃষ্টি করে। রীতিমতো গিনেস বুক অব রেকর্ডসেও নাম লিখিয়ে নিয়েছে বিয়েটি। পাত্রের নাম নিশানসালা। নির্বাচিত পাত্রী হলেন নলিন। দু'জনই শ্রীলঙ্কান। দেশটির রাজধানী কলম্বো থেকে ৩০ কিলোমিটার দূরে আভেন্দ্রা গার্ডেন্সে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠান ছিল খুবই আড়ম্বরপূর্ণ।সোনাখঁচিত বাহারি রঙের পোশাকের সঙ্গে ঐতিহ্যবাহী অলঙ্কারে সেজে আসেন ১২৬ জন কনে। সবার হাতে ছিল ফুল। শেষে সবাইকে পিছনে ফেলে নিজ দেশের নলিনই হলেন সেই কাঙ্ক্ষিত পাত্র নিশানসালার জীবনসঙ্গী। এ বিয়েতে হাজির হয়েছিলেন শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শ্রীরান্থি রাজাপাকশে। এছাড়া অনুষ্ঠানটিতে বিখ্যাত ৩৫ জন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার বিয়ে পরিকল্পনাকারী ও পোশাক নকশাকারী চাম্পি শ্রীবর্ধনা বিশ্বরেকর্ড করার পরিকল্পনা থেকে এ বিয়ের আয়োজন করেন। বিয়েতে সর্বাধিক সংখ্যক কনে উপস্থিত থাকার নতুন রেকর্ড হয় এটি। এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৯৬ জন কনে হাজির করে বিয়ের ঘটনাটি ছিল থাইল্যান্ডে। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১০-০১৪:
Link copied!