AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবনানন্দ স্বরণে ২৪ ও ২৫ অক্টোবর কবিকুঞ্জের কবিতামেলা


Ekushey Sangbad

১০:৪১ এএম, অক্টোবর ১৯, ২০১৪
জীবনানন্দ স্বরণে ২৪ ও ২৫ অক্টোবর কবিকুঞ্জের কবিতামেলা

একুশে সংবাদ: রাজশাহীতে তৃতীয়বারের মতো দু’দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলার আয়োজন করেছে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ । ২৪ ও ২৫ অক্টোবর নগরীর শাহ মখদুম কলেজ চত্বরে অনুষ্ঠিতব্য কবিতামেলায় প্রধান অতিথি থাকবেন কবি সৈয়দ শামসুল হক। ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ শীর্ষক দুদিনব্যাপী কবিতামেলায় থাকছে কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা ও কবিকুঞ্জ পদক ২০১৪ প্রদান। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার এ তথ্য জানান। কবিতামেলায় বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের শতাধিক প্রখ্যাত কবি, লেখক ও গবেষক। উল্লেখযোগ্যরা হলেন—হাসান আজিজুল হক, সনৎকুমার সাহা, খোন্দকার সিরাজুল হক, মাহবুব সাদিক, জুলফিকার মতিন, মাকিদ হায়দার, আসাদ মান্নান, আতাউল হক সিদ্দিকী, রফিকুর রশীদ, মাহমুদ কামাল, হোসেনউদ্দিন হোসেন, গোলাম কিবরিয়া পিনু, সরকার মাসুদ, সোহরাব পাশা, পাবলো শাহি প্রমুখ। এ ছাড়া ভারত থেকে কবিতামেলায় অংশগ্রহণ করছেন মৃণালবসু চৌধুরী, সুজিত সরকার, শচীন দাশ, অদীপ ঘোষ, মহুয়া দাস, উল্কা, অমিতাভ দাশ প্রমুখ। একুশে সংবাদ ডটকম/মামুন/১৯.১০.২০১৪
Link copied!