AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড় জেলায় দিনে গরম ও রাতে শীত !


Ekushey Sangbad

০১:৩৮ পিএম, অক্টোবর ১৯, ২০১৪
পঞ্চগড় জেলায় দিনে গরম ও রাতে শীত !

একুশে সংবাদ : সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আবহ। শীত অনুভূত হচ্ছে শহর-গ্রাম সর্বত্র। দ্রুতই পাল্টে যাচ্ছে এ জেলার আবহাওয়া। এখানে এখন দিনে গরম ও রাতে শীত। কুয়াশাও পড়ছে। ভোরবেলায় কুয়াশায় ছেয়ে যাচ্ছে দিগন্ত। আগমনী ধানের পাতা, সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরের কণা। প্রকৃতিতে এখন হেমন্তকাল। কিন্তু পঞ্চগড়ে এখন দিনে হেমন্ত, রাতে শীত। আবহাওয়াবিদরা বলছেন, এটা প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে হচ্ছে। হেমন্তের শুরু থেকেই দিনের বেলায় শান্ত বাতাস বইছে সর্বত্র। পথে পথে রডোডেন্ড্রনের বাহার আর গাছে গাছে ফুটছে শিউলী, বকুলসহ নানা ফুল। মাঠে মাঠে ফুটছে নতুন ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজ রঙ সহস্তে ঢেলে দিয়েছে প্রকৃতি। প্রতিনিয়ত বইছে হিমেল হাওয়া। সকালে পূর্ব আকাশ জুড়ে লাল সূর্যের আভা। দিনে সর্বত্র ঘাম ঝড়ানো গরম অনুভূত হচ্ছে। কিন্তু হঠাৎ করেই এসেছে এ জেলার আবহাওয়ায় পরিবর্তন। গত কয়েকদিন ধরে আবহাওয়ার এ পরিবর্তন দেখছেন এলাকার মানুষ। সারাদিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। রাতে বইছে শীতল হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। শরীরে লাগছে শীত। শেষ রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে । হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিতে হচ্ছে রাতে। শুরু হয়েছে গুছিয়ে রাখা গরম কাপড় বের করে ধোয়া আর রোদে শুকানো। গ্রামের বধূরা ব্যস্ত হয়ে পড়েছেন কাঁথা সেলাইয়ের কাজে। রাতে শীতের সঙ্গে কুয়াশা পড়ছে। তেঁতুলিয়া উপজেলার গীতালগছ গ্রামের গ্রাম্য ডাক্তার আব্দুল জব্বার বলেন, রাতে কাঁথা নিতে হচ্ছে। কুয়াশার সঙ্গে শিশির পড়ছে। আগাম শীতের কারণে লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন এ অঞ্চলের মানুষ। লেপ-তোষকের দোকানে বেড়েছে ভিড়। শহরের শীতের কাপড়ের দোকানগুলো শীতের কাপড় আমদানি শুরু করেছে। পঞ্চগড়ে আবহাওয়া অফিস নেই। তাই তামমাত্রা জানা যায়নি। পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান মো. তোহিদুল বারী জানান, বাতাসের তাপমাত্রা দিন দিন কমে যাচ্ছে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীত নামছে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় প্রকৃতি বিরূপ হয়ে যাচ্ছে। এ কারণে অসময়ে শীত কিংবা গরম পড়ছে। শীত মৌসুম আসতে আরও দেরি। কিন্তু রাতে শীত অনুভূত হচ্ছে। সকালে পাতায় শিশির কণা দেখা যাচ্ছে। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১০-০১৪:
Link copied!