AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা


Ekushey Sangbad

০৫:৩০ এএম, অক্টোবর ২০, ২০১৪
লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা

একুশে সংবাদ : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্যাপক দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৬ পয়েন্টে স্থির হয়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এসপিসিএল, সাইফ পাওয়ারটেক, আরএসআরএম স্টিল, যমুনা অয়েল, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা ও কেপিসিএল। লেনদেন হয়েছে মোট ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৬৮৭ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১ টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৭৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮০ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। একুশে সংবাদ ডটকম/আর/২০-১০-০১৪:
Link copied!