AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী আইন ভঙ্গ ও রূপচর্চা-কেলেঙ্কারিতে ২ মন্ত্রীর পদত্যাগ


Ekushey Sangbad

০৭:৫১ এএম, অক্টোবর ২০, ২০১৪
নির্বাচনী আইন ভঙ্গ ও রূপচর্চা-কেলেঙ্কারিতে ২ মন্ত্রীর পদত্যাগ

একুশে সংবাদ : নির্বাচনী আইন ভঙ্গ ও রাজনৈতিক তহবিলের অর্থ রূপচর্চাসহ অরাজনৈতিক কাজে অপব্যবহার করার অভিযোগে মাত্র কয়েক ঘণ্টা ব্যবধানে জাপানের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। শিল্পমন্ত্রী ইউকো ওবুচি পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন আইনমন্ত্রী মিদোরি মাৎসুশিমা। আজ সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম জানায়, আইনমন্ত্রী মাৎসুশিমার বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগ উঠে। আর রাজনৈতিক অনুদানের অর্থ রূপসজ্জায় ব্যয় করে সমালোচনার মুখে পড়েন শিল্পমন্ত্রী ওবুচি। ২০১২ সালের ডিসেম্বরে অ্যাবে প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর মন্ত্রিসভার কোনো সদস্য এই প্রথম পদত্যাগ করলেন। গত মাসে মন্ত্রিসভা পুনর্গঠন করেন অ্যাবে। এতে পাঁচজন নারী অন্তর্ভুক্ত হন। পুনর্গঠিত মন্ত্রিসভায় প্রথম কোনো নারী হিসেবে দেশটির অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান ওবুচি। জ্বালানি খাতেরও দেখভাল করতেন তিনি। ৪০ বছর বয়সী ওবুচি ছিলেন তারকা মন্ত্রী। কিন্তু গত সপ্তাহে অভিযোগ ওঠে, তাঁর কর্মীরা রাজনৈতিক তহবিলের এক কোটি ইয়েনেরও অধিক অর্থ রূপচর্চা ও আনুষঙ্গিক সামগ্রীসহ অরাজনৈতিক কাজে ব্যয় করেছেন। এ ছাড়া তাঁর নির্বাচনী এলাকার অধিবাসীদের টোকিওতে বাসে করে নিয়ে নামমাত্র খরচে নাটক দেখার জন্য আমন্ত্রণ দেওয়ারও অভিযোগ রয়েছে। একে ‘ভোট কেনা’ বলে অভিহিত করেছেন বিরোধী আইনপ্রণেতারা। একুশে সংবাদ ডটকম/শিলা/২০.১০.২০১৪
Link copied!