AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক ফওজুল করীম ও পিউয়ের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক


Ekushey Sangbad

০৮:৪২ এএম, অক্টোবর ২০, ২০১৪
সাংবাদিক ফওজুল করীম ও পিউয়ের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক

একুশে সংবাদ : জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য, দেশের বরেণ্য সাংবাদিক ফওজুল করীম ও বিশিষ্ট ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহ উদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। সোমবার এক শোক বার্তায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সাংবাদিকতা জগতে সাংবাদিক ফওজুল করীম ও ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের নিষ্ঠা, সাধনা ও ত্যাগ তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয়।তাদের পেশাদারিত্বপূর্ণ কর্মের জন্যই তারা বেঁচে থাকবেন। উল্লেখ্য, সাংবাদিক সমাজে ‘তারা ভাই’ হিসেবে সমধিক পরিচিত সাংবাদিক ফওজুল করীম (৮৪) বার্ধক্যজনিত কারণে গত ১৫ অক্টোবর বুধবার বেলা সোয়া ১২টায় রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়। ১৯৫৫ সালে দৈনিক সংবাদ-এর মাধ্যমে তার সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অপরদিকে ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার-এর ফটো এডিটর আজিজুর রহীম পিউ (৫৪) গত ১৩ অক্টোবর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে বেলা তিনটার দিকে ঢাকার ধানমন্ডির শংকরের নিজ বাসায় ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি ঢাকার একাধিক মিডিয়ায় কর্মরত ছিলেন। তার মরদেহ রংপুর শহরের গুপ্তপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একুশে সংবাদ ডটকম/আর/২০-১০-০১৪:
Link copied!