AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়ের তথ্য নিতে এফবিআই কর্মকর্তাকে ঘুষ


Ekushey Sangbad

১০:০২ এএম, অক্টোবর ২০, ২০১৪
জয়ের তথ্য নিতে এফবিআই কর্মকর্তাকে ঘুষ

একুশে সংবাদ: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই’র (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এক সাবেক কর্মকর্তার কাছ থেকে ঘুষের বিনিময়ে বাংলাদেশী এক রাজনীতিকের তথ্য নেওয়ার কথা আদালতের কাছে স্বীকার করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত রিজভী আহমেদ (৩৫)। রাজীব রোববার নিউ ইয়র্কের হোয়াইটপ্লেনে ফেডারেল কোর্টের সাউদার্ন ডিস্ট্রিক্ট বিচারক ভিনসেন্ট এল ব্রিককেট্টির সামনে এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে।আদালতে রাজীবের সহযোগী জোহানেস থালেও (৫১) একই স্বীকারোক্তি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, নিউইয়র্কের হোয়াইট প্লেইনসের ফেডারেল আদালতে কানেক্টিকাটের দুই বাসিন্দা রিজভী ও জোহান্নেস থ্যালার (৫১) সাবেক এফবিআই কর্মকর্তা রবার্ট লিস্টিকের কাছ থেকে নিয়মিত ঘুষের বিনিময়ে তথ্য নেওয়ার কথা স্বীকার করেছেন। জানা গেছে, বাংলাদেশী ওই রাজনৈতিক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রপ্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়। জয় সম্পর্কিত মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কাছে সংরক্ষিত গোপন নথি সংগ্রহে ঘুষ দেওয়ার বিষয়টি আদালতের কাছে স্বীকার করেছেন তিনি। সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তথ্য বের করতে রাজীবের ওই ঘুষ কেলেঙ্কারি বিষয়টি তখন বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচিত হয়। এবার আদালতে নিজেই বিষয়টি স্বীকার করলেন তিনি। কাউন্টার ইন্টেলিজেন্সের প্রাক্তন কর্মকর্তা রবার্ট লাস্টিকের সঙ্গে এ ঘুষ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন রাজীব ও থালে। চুক্তি অনুযায়ী, এককালীন ৪০ হাজার ইউএস ডলার এবং মাসিক ৩০ হাজার ডলার প্রদানের বিনিময়ে রিজভীকে তথ্য দিতে সম্মত হয় লিস্টিক ও থ্যালার। সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে বিশাল অর্থ যুক্তরাষ্ট্রে প্রেরণ করেছেন কি না, তা জানতে প্রাক্তন এফবিআই কর্মকর্তাকে ঘুষ দেন রাজীব। একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১০.২০১৪
Link copied!