AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবৈধ বিদেশী নাগরিকদের গ্রেফতারে শিগ্রই অভিযান


Ekushey Sangbad

১০:১৪ এএম, অক্টোবর ২০, ২০১৪
অবৈধ বিদেশী নাগরিকদের গ্রেফতারে শিগ্রই অভিযান

একুশে সংবাদ: অবৈধভাবে বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকদের গ্রেফতারে শিগগিরই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ ছাড়া ইবোলা ভাইরাসের সংক্রমণ বেশি অাফ্রিকান দেশগুলোর নাগরিকদের ওপর বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, বর্তমানে দেশে অবৈধ বিদেশী নাগরিকের সংখ্যা বেড়ে গেছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এ কারণে তাদের গ্রেফতারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালিত হবে। তিনি জানান, ইতোমধ্যে অবৈধভাবে বসবাসরত বিদেশী নাগরিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকায় আফ্রিকান নাগরিকদের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, গত কয়েক বছরে আফ্রিকান প্রায় ৫০০ নাগরিককে বিভিন্ন অপরাধে কারাগারে পাঠানো হয়েছে। তবে বৈধ কাগজপত্র নষ্ট করে ফেলায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে কত আফ্রিকান নাগরিক অবস্থান করছেন সে তালিকা তৈরির কাজ চলছে। এ ছাড়া অবৈধভাবে যারা আছেন তাদেরও তালিকা করা হচ্ছে। দেশে ইবোলার সংক্রমণ ঠেকাতে সকল স্থল, নৌ ও বিমানবন্দরগুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, বিদেশ থেকে আসা আফ্রিকান ও অন্যান্য দেশের নাগরিকদের শারীরিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১০.২০১৪
Link copied!