AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় কাল থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী লালন উৎসব


Ekushey Sangbad

১২:৪৭ পিএম, অক্টোবর ২০, ২০১৪
পাবনায় কাল থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী লালন উৎসব

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্ত মঞ্চে কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী লালন উৎসব। পাবনা লালন স্মৃতি পরিষদের আয়োজনে এ উৎসবের প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান আয়োজকরা। দুইদিন ব্যাপী এ উৎসবে লালন সংগীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীন ও টুনটুন বাউলসহ অন্যান্য লালন শিল্পীরা। উৎসবের শেষ দিন বুধবার প্রধান অতিথী থাকবেন দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, পাবনা লালন স্মৃতি পরিষদের রেজাউল করিম মনি, অনুষ্ঠানের সভাপতি জাকির হোসেন, পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি মুরশাদ সুবহানী, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইউনিভার্সাল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক অচিন্ত কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি জাকির হোসেন জানান, প্রতিদিনই সংগীত পরিবেশনের পাশাপাশি এ উৎসবে থাকবে লালনের দর্শন এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা পর্ব। বাংলাদেশের লোক সংস্কৃতিকে তুলে ধরা এবং লালনের ধর্ম নিরপেক্ষতাবাদী আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য।   একুশে সংবাদ ডটকম/কলিট তালুকদার/২০.১০.১৪।
Link copied!