AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবোলা ভাইরাস ঠেকাতে চট্টগ্রাম বন্দরে ব্যাপক সতর্কতা


Ekushey Sangbad

০৪:৩৩ এএম, অক্টোবর ২১, ২০১৪
ইবোলা ভাইরাস ঠেকাতে চট্টগ্রাম বন্দরে ব্যাপক সতর্কতা

চট্টগ্রাম প্রতিনিধি : ইবোলা আক্রান্ত দেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসা বিভিন্ন জাহাজের মাধ্যমে যাতে কোনো ইবোলো ভাইরাস আক্রান্ত মানুষ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যাপক সতর্কতা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলো ভাইরাসের সংক্রমণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার প্রেক্ষিতে বাংলাদেশে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র মেডিক্যাল অফিসার এবং ইবোলো ভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ডা. সারওয়ার আহমেদ জানান, প্রাণঘাতী ‘ইবোলা ভাইরাস’ যাতে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশে প্রবেশ করতে না পারে বন্দর কর্তৃপক্ষ সেদিকে কড়া নজর রেখেছে। চট্টগ্রাম বন্দরে আসা সব ধরনের জাহাজের নাবিকদের স্বাস্থ্য রিপোর্ট প্রদানের বাধ্যবাধকতার পাশাপাশি এর আগে একমাস জাহাজটি কোনো কোনো বন্দরে যাতায়াত করেছে তার রিপোর্ট প্রদানও বাধ্যতামূলক করা হয়েছে। বন্দরে আসা বিদেশি নাবিকেরা বন্দরের বাইরে যাওয়ার সময় তাদের শরীরের তাপমাত্রা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে চেক করার জন্য জরুরি ভিত্তিতে একটি থার্মোস্ক্যানার বা তাপ নির্ণয়কারী যন্ত্র কেনারও সিদ্ধান্ত হয়েছে। বন্দরের বিভিন্ন কার্যক্রমে জড়িতদের সতর্ক করার পাশাপাশি ইবোলো ভাইরাস শনাক্তের কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরে ইবোলা ভাইরাস প্রতিরোধে সর্বশেষ সোমবার বন্দর বোডরুমে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- চট্টগ্রাম বন্দরে আসা কোনো জাহাজের নাবিকদের শরীরে ইবোলা ভাইরাস আক্রান্তের বিষয় ধরা পড়ে বা সন্দেহ হয় তাহলে পরবর্তীতে ওই নাবিক এবং জাহাজকে কোয়ারান্টাইন এলাকায় রাখা হবে। মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। যে কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের পূর্বে ওই জাহাজের নাবিকদের এক মাসের ভ্রমণ বৃত্তান্ত প্রদান করতে হবে। একুশে সংবাদ ডটকম/শিলা/২১.১০.২০১৪
Link copied!