AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষিভিত্তিক শিল্পে বেড়েছে ঋণ বিতরণ ও আদায়


Ekushey Sangbad

০৫:০৭ এএম, অক্টোবর ২১, ২০১৪
কৃষিভিত্তিক শিল্পে বেড়েছে ঋণ বিতরণ ও আদায়

একুশে সংবাদ : কৃষিভিত্তিক শিল্পে ঋণ বিতরণ ও আদায় দুই-ই বেড়েছে। আর কমেছে খেলাপি ঋণ। ২০১৩-১৪ অর্থবছরে কৃষিভিত্তিক শিল্পে ঋণ বিতরণ বেড়েছে ১৭ শতাংশ। আর আদায় বেড়েছে ৩৭ শতাংশ। অন্যদিকে খেলাপি ঋণ কমেছে প্রায় ৪ শতাংশ। কৃষিভিত্তিক শিল্প ঋণ বিতরণ ও আদায়ের প্রবৃদ্ধিকে সন্তোষজনক বলছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ খাতে খেলাপি ঋণ কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মাছুম পাটোয়ারী বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গত অর্থবছরে কৃষিভিত্তিক শিল্পে ঋণ বিতরণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি ও ব্যাংকগুলোর সদিচ্ছার কারণে এটি সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছর ব্যাংকগুলো কৃষিভিত্তিক শিল্প খাতে ঋণ বিতরণ করেছে ২৪ হাজার ৭০৯ কোটি ৫৪ লাখ টাকা, যা ২০১২-১৩ অর্থবছরে ছিল ২১ হাজার ৯১ কোটি ৭৩ লাখ টাকা। বিতরণকৃত ঋণের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো ৫ দশমিক ১৯ শতাংশ, বেসরকারি খাতের ব্যাংকগুলো ৭২ দশমিক ৩১, বিদেশি খাতের ব্যাংকগুলো ১৯ দশমিক ৪৯ ও রাষ্ট্রীয় বিশেষায়িত খাতের ব্যাংকগুলো ৩ শতাংশ ঋণ বিতরণ করেছে। গত অর্থবছর রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলো ১ হাজার ২৮২ কোটি ৪৩ লাখ টাকা কৃষিভিত্তিক শিল্প খাতে ঋণ বিতরণ করেছে; যা এর আগের অর্থবছরে ছিল ১ হাজার ১২০ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসাবে রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোয় ঋণ বিতরণ বেড়েছে ১৬১ কোটি ৪৯ লাখ টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলো ১৭ হাজার ৮৬৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা আগের অর্থবছর ছিল ১৪ হাজার ৬৩২ কোটি ২৬ লাখ টাকা। গত অর্থবছর কৃষিভিত্তিক শিল্পঋণের সিংহভাগ চলতি মূলধন খাতে বিতরণ হয়। এ সময় চলতি মূলধনে ব্যাংকগুলো ২১ হাজার ৫৭৭ কোটি ২৩ লাখ টাকা বিতরণ করেছে, যা আগের অর্থবছরে ছিল ১৮ হাজার ২৬৩ কোটি টাকা। এতে গত অর্থবছর চলতি মূলধনে ১৮ দশমিক ১৪ শতাংশ ঋণ প্রবৃদ্ধি হয়। এ সময় মেয়াদি ঋণ বিতরণ হয়েছে মাত্র ৩ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ হাজার ৮২৮ কোটি টাকা। এ হিসাবে গত অর্থবছরে মেয়াদি ঋণে ১০ দশমিক ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে কৃষিভিত্তিক শিল্প ঋণ আদায় হয়েছে ২২ হাজার ৩৬৯ কোটি টাকা, যা ২০১২-১৩ অর্থবছরে ছিল ১৬ হাজার ৩০৮ কোটি টাকা। এ হিসাবে গত অর্থবছরে ঋণ আদায় বেড়েছে ৩৭ দশমিক ১৭ শতাংশ। প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছর কৃষিভিত্তিক শিল্প খাতে বকেয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৭ হাজার ৩০০ কোটি ৮৩ লাখ টাকা, যা ২০১২-১৩ অর্থবছর ছিল ২৪ হাজার ৯০ কোটি ৫১ লাখ টাকা। সে হিসাবে গত অর্থবছর বকেয়া স্থিতি বেড়েছে ২৩ দশমিক ৭৫ শতাংশ। আর বিতরণকৃত ঋণের বিপরীতে আদায় হয়েছে ২২ হাজার ৩৬৯ কোটি ২৩ লাখ টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৩৭ দশমিক ১৭ শতাংশ বেশি। প্রতিবেদনে আরও দেখা যায়, গত অর্থবছরে কৃষিভিত্তিক শিল্প খাতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের অর্থবছর ছিল ২ হাজার ১৩৮ কোটি ৯ লাখ টাকা। সে হিসাবে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ৪ দশমিক ২২ শতাংশ। কৃষিভিত্তিক শিল্প ঋণ বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত তালিকার ৩৬ ক্যাটাগরির মধ্যে খাদ্যজাত রয়েছে ২০টি পণ্য। আর খাদ্যবহির্ভূত ক্যাটাগরিতে রয়েছে ১৬টি পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো_ সবজি ও বিভিন্ন ধরনের ফল প্রক্রিয়াকরণ, আলু থেকে নানা ধরনের খাদ্য প্রস্তুত, হারবাল ও ইউনানি ওষুধ প্রস্তুত, কৃষি যন্ত্রাংশ তৈরি, চা প্রক্রিয়াকরণ, ফুল সংরক্ষণ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, পাটজাতপণ্য প্রস্তুত, জৈব সার তৈরি, মৌমাছি, মাশরুম ও রেশম চাষ, কাঠ, বাঁশ ও বেতের আসবাব তৈরি, গুঁড়া মশলা উৎপাদন, দুধ প্রক্রিয়াকরণ প্রভৃতি। একুশে সংবাদ ডটকম/আর/২১-১০-০১৪:
Link copied!