AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভয়াবহ সড়ক দুর্ঘটনা : সিধুলী গ্রামে ১২ জনের দাফন সম্পন্ন


Ekushey Sangbad

০৫:৩৬ এএম, অক্টোবর ২১, ২০১৪
ভয়াবহ সড়ক দুর্ঘটনা : সিধুলী গ্রামে ১২ জনের দাফন সম্পন্ন

একুশে সংবাদ : নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের ১২ জনের দাফন সম্মন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিধুলী হাইস্কুল মাঠে এ ১২ জনের জানাজা সম্পন্ন হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এরআগে সোমবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে (রাজ্জাকের ও রাজাকার মোড়ের মাঝামাঝি) ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দু’টির মধ্যে সংঘর্ষে ৩৩ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৪ জন রুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলীওয়ার্ডের রয়েছে। এর মধ্যে ১২ জনই সিধুলী গ্রামের। একই ঘটনায় আরও ৪০ জনের বেশি যাত্রী আহত হন। নিহতদের মধ্যে সিধুলী গ্রামের একই পরিবারের ছয়জন রয়েছেন। তারা হলেন আতাহার আলী, রব্বেল, রায়হান, সোহরাব, ছহির, কহির। ওই গ্রামের অন্য নিহতরা হলেন আয়নাল, এবাদ আলী, লাবু, শরিফ, কিনু, আলাল। এছাড়া, ওই ইউনিয়নের এক নম্বর শিধুলী ওয়ার্ডের নিহত অপর দু’জন হলেন জাফর ও হানিফ। নামাজে জানাজার ইমামতি করেন গুরুদাসপুর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল জব্বার। জানাজায় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, গুরুদাসপুর উপজেলার সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লা, ৫ নং ধারাবাড়িশা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ আরো অনেকে। জানাজার নামাজে ১০ হাজারেরও বেশি লোক অংশ নেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এর আগে সোমবার রাত পৌনে ১২টায় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনাস্থল বড়াইগ্রামের রেজুর মোড় পরিদর্শন করেন। তিনি বনপাড়া আমিনা হাসপাতাল ও পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং প্রত্যেকের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে ঘোষণা দেন। মন্ত্রী নিহত প্রত্যেকের পরিবারকে আগামী এক সপ্তাহের মধ্যে নগদ এক লাখ টাকা করে অনুদান দেয়ারও ঘোষণা দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে সে সময় স্থানীয় সংসদ সদস্য প্রাক্তন প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস ও নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানিয়েছেন, নিহতের স্বজনদের সুবিধার কথা বিবেচনা করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লাশ হস্তান্তর করা হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ৩১টি লাশ হস্তান্তর করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/শিলা/২১.১০.২০১৪  
Link copied!