AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‌্যাব মৃত্যু স্কোয়াডে পরিণত হয়েছে : এইচআরডব্লিউ


Ekushey Sangbad

০৫:৫২ এএম, অক্টোবর ২১, ২০১৪
র‌্যাব মৃত্যু স্কোয়াডে পরিণত হয়েছে : এইচআরডব্লিউ

একুশে সংবাদ: নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ আবারো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। সোমবার ‘বাংলাদেশ: নো জাস্টিস ফর উন্ডেড চাইল্ড’ শিরোনামে সংস্থাটির ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। সংস্থাটি বিবৃতিতে বলেছে,  ‘‘বাংলাদেশ সরকারের উচিত র‌্যাব থেকে সব ধরনের সেনা কর্মকর্তা ও সদস্যদের প্রত্যাহার করা নেয়া এবং র‌্যাবের পরিবর্তে সেখানে সাধারণ আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করা।’’ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, ‘‘র‌্যাবের সংস্কার করে লাভ হবে না, এটা মৃত্যু স্কোয়াডে পরিণত হয়েছে।’’ তিনি আরো বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‌্যাবের দ্বারা ক্ষমতার অপব্যবহার হলে তিনি জিরো টলারেন্স দেখাবেন। কিন্তু তিনি র‌্যাব বিলুপ্তি করতে সাহসী পদক্ষেপ না নিলে তা কেবল অন্তঃসার শূন্যতায় পরিণত হবে।’’ ঝালকাঠির লিমনকে পঙ্গু করার জন্য জড়িত র‌্যাব সদস্যদের বিচার দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘‘২০১১ সালের অভিযানে লিমন হোসেনের পঙ্গু হওয়ার ঘটনায় জড়িত র‌্যাব সদস্যদের বিচারে বাংলাদেশ সরকারের উচিত একটি নিরপেক্ষ তদন্ত কমিশন ঘটন করা এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা। চূড়ান্তভাবে সরকার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলাটি তুলে নিলেও হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি।’’ বিবৃতিতে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংগঠনের কাছে তথ্য রয়েছে যে, র‌্যাব শতাধিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়াও বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়ও জড়িত সংস্থাটি। প্রমাণ থাকা সত্ত্বেও এখনো কোনো র‌্যাব সদস্য বিচারের মুখোমুখি হননি। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!