AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনাজপুরে আমন ক্ষেতে পোকার আক্রমণ : দিশেহারা কৃষক


Ekushey Sangbad

০৬:১২ এএম, অক্টোবর ২১, ২০১৪
দিনাজপুরে আমন ক্ষেতে পোকার আক্রমণ : দিশেহারা কৃষক

একুশে সংবাদ: দিনাজপুর জেলায় আমন ক্ষেতে ব্যাপক পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফসল ঘরে তোলার আগমুহূর্তে আমন ক্ষেতে দেখা দিয়েছে এই পোকার আক্রমণ। এতে বিঘার পর বিঘা জমিতে ঘটছে ফলন বিপর্যয়। চরম বিপাকে পড়েছেন কৃষক। জানা গেছে, কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং পোকার আক্রোমণে উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে চলতি আমন  মৌসুম ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকরা। দিনাজপুরে এবার ২ লাখ ৪৯  হাজার ৭’শ ৫০ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ হয়েছে আরও বেশী জমিতে। কিন্তু এখন দিনাজপুরের আমন ক্ষেতে দেখা দিয়েছে ব্যাপক পোকার আক্রমণ। বাদামী গাছ ফড়িং, কারেন্ট পোকার আক্রমণে শুকিয়ে খড়ে পরিণত হয়েছে উঠতি ফসলের বিস্তীর্ন আমন ক্ষেত। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সদর উপজেলার, ৫নং শশরা, ৬নং আউলিয়াপুর, ৭নং উথরাইল ইউনিয়ন, ৮নং শংকরপুর ইউনিয়ন, ৯নং আস্করপুর ইউনিয়ন ও  ১০ নং কমলপুর ইউনিয়নের  বিভিন্ন এলাকায় উঠতি আমন ফসলের ক্ষেতে  কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং পোকার আক্রোমণে বিঘার পর বিঘা  ফসল বিনষ্ট হয়েছে। আমন ক্ষেত রক্ষায় বার বার কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না। আর এই কীটনাশক কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে কৃষকদের। তারপরও পোকার আক্রমণ থেকে রেহাই না পাওয়ায় আমন ফসল ঘরে তুলতে পারছেন না অনেক কৃষক। খানপুর এলাকার কৃষক মফিজুল জানান, হঠাৎ সকালে দেদে তার আমন ক্ষেত বিবর্ণ  আকার ধারণ করেছে। ধান গাছে দেখতে পান ক্ষুদ্র ক্ষুদ্র হাজার হাজার পোকার আক্রোমণ। কৃষক হামিদুল জানানে, তিনি ৫ প্রকারের কীটনাশক তার ক্ষেতে প্রয়োগ করেছেন। কিন্তু ফল পাননি তাতে। তার আমন ক্ষেত এখন শুকিয়ে খড় হয়েছে। পোকার আক্রোমণে আমন ফসল হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া কৃষকদের জন্য ফসলী বীমা চালু ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা। এ ব্যাপারে আস্করপুর ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, আমার সীমান্ত এলাকার অনেক কৃষক আমন ধান হারিয়ে এখন নি:স্ব। আহাজারি করছেন তারা। বিশেষ করে বর্গাচাষীরা পড়েছেন, চরম বিপাকে। কিভাবে তারা জমির মাহাজনকে ধান দিয়ে পোশাবে। তাই কৃষকদের জন্য ফসলী বীমা চালু ও ক্ষতিপূরণের দাবি সকলের। আমন ক্ষেতে ব্যাপক পোকার আক্রমণের কথা স্বীকার করে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ নিখিল চন্দ্র বিশ্বাস জানান, প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু জমিতে পোকার আক্রোমণ দেখা দিয়েছে। তা প্রতিকারে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছি। বৈরী আবহাওয়ার কারণে এই পোকার আক্রোমণ বলে তার দাবি। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/মামুন/২১.১০.২০১৪
Link copied!