AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবচেয়ে উষ্ণতা সহিষ্ণু প্রাণী সাহারার পিঁপড়া


Ekushey Sangbad

০৬:২৭ এএম, অক্টোবর ২১, ২০১৪
সবচেয়ে উষ্ণতা সহিষ্ণু প্রাণী সাহারার পিঁপড়া

একুশে সংবাদ ডেস্ক: তপ্ত মরুভূমির বালুকারাশিতে বেশিরভাগ প্রাণীর জন্য টিকে থাকা মুশকিল। আর তা যদি হয় সাহারা মরুভূমি, তাহলে তো কথাই নেই। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, সাহারার এই তপ্ত বুকে অনায়াসেই ঘুরে বেড়ায় এক শ্রেনির পিঁপড়া। আর এই পিঁপড়ার বিশেষ কোনো নাম না থাকলেও সবাই একে সাহারার পিঁপড়া নামেই চেনে। জানা গেছে, সাহারার এই পিঁপড়ার জীবন প্রণালী বেশ অদ্ভুত। প্রচণ্ড রোদের মধ্যে বালুর তলায় ঘাপটি দিয়ে বসে থাকে, আর যখনই মরুর বুকে ছায়া নেমে আসে তখনই দলবল বেধে অন্য প্রাণীর মৃতদেহ সংহারে নেমে আসে তারা। তবে পাঠক যদি ভেবে থাকেন যে এই পিঁপড়া রোদের সময় মাটির তলায় থাকে, তাই বলে তাদের সহ্য ক্ষমতা কম তাহলে ভুল ভাবা হবে। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, সাহারার পিঁপড়া সর্বোচ্চ ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত অনায়াসে সইতে পারে। প্রাণীকূলের মধ্যে খুব কম প্রাণীই আছে যারা ভূ-পৃষ্ঠের উচ্চতাপমাত্রার মাঝেও বেঁচে থাকতে পারে। এযাবৎ প্রাণীবিজ্ঞানীরা তিন শ্রেনির প্রাণীর সন্ধান পেয়েছেন যারা এরকম উচ্চতাপেও স্বাভাবিকভাবে চলতে পারে। ক্যাটাগ্লিফিস, অকিমায়েরমেক্স এবং মেলোপোরাস প্রজাতির প্রাণীগুলো সবই সাহারা এবং অস্ট্রেলিয়ার মরুভূমিতে বাস করে। গবেষকরা একটি পরীক্ষা চালিয়েছেন তাপ সহ্য করার ক্ষমতা প্রসঙ্গে। সেখানে দেখা যায় মানব প্রজাতি প্রায় ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত টিকতে পারে। অপরদিকে অন্যান্য প্রজাতির প্রাণীরা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টিকে থাকতে পারলেও তারা সেসময় কোনো কিছুর আড়ালে থাকতে পছন্দ করে। কিন্তু সাহারার এই পিঁপড়েরা প্রচণ্ড তাপমাত্রার মাঝেও খাবারের সন্ধানে অনেক সময় রোদের তলায় কাটাতে পারে। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!