AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাবুলে তালেবান হামলায় চার আফগান সেনা নিহত


Ekushey Sangbad

০৬:৪২ এএম, অক্টোবর ২১, ২০১৪
কাবুলে তালেবান হামলায় চার আফগান সেনা নিহত

একুশে সংবাদ ডেস্ক: মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে তালেবানের বোমা হামলায় চার আফগান সেনা নিহত এবং আরো ১২ জন আহত হয়েছে। দেশটির সন্ত্রাসী গোষ্ঠী তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জহির আজমি বলেছেন, কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়কে বোমাটি পুতে রাখা হয। মঙ্গলবার সকালে সেনাদের বহনকারী বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এই হামলায় চার আফগান সেনা নিহত এবং আরো ছয় সেনা আহত হয়েছে। এছাড়া আহতদের তালিকায় আরো ছয় বেসামরিক নাগরিক রয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন। অনলাইনে পাঠানো এক বার্তায় তিনি আফগান সেনাদের ক্রীতদাস উল্লেখ করে বলেন,‘আমরাই এ হামলা চালিয়েছি।’ তালেবানরা আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা বিতাড়িত এবং মার্কিন মদদপুষ্ট সরকারকে উচ্ছেদের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!