AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোবানি দখলকে কেন্দ্র করে ফের লড়াই শুরু


Ekushey Sangbad

০৭:৪৩ এএম, অক্টোবর ২১, ২০১৪
কোবানি দখলকে কেন্দ্র করে ফের লড়াই শুরু

একুশে সংবাদ ডেস্ক: সিরিয়ার কোবানি শহরের দখলকে কেন্দ্র করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এবং কুর্দি যোদ্ধাদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। গত দুদিন লড়াই বন্ধ  থাকার পর আইএস যোদ্ধারা সোমবার থেকে শহরে ফের হামলা চালালে দু পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। এদিকে গত রোববার ও সোমবার কোবানির আশপাশে ছয় বার বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। জোট বাহিনীর একটি বিমান হামলা ও বিক্ষিপ্ত কিছু পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ছাড়া তেমন কিছু ঘটেনি। এতে পর্যবেক্ষকরা ধারণা করেন, শহরটির সীমানায় অল্প কয়েকটি জায়গায় আইএস জঙ্গিদের অবস্থান সীমাবদ্ধ হয়ে গেছে। বিবিসি প্রতিনিধি কাসরা নাজি জানিয়েছেন ইরাকি কুর্দি পেশমেরগা যোদ্ধাদের সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় লড়াই করার সুযোগ দিবে, তুরস্কের এমন ঘোষণার পরপরই কোবানিতে নতুন করে লড়াই শুরু হল। তুরস্কের এই ঘোষণা প্রতিরোধকারী যোদ্ধাদের মনোবলে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে এবং পেশমেরগা বাহিনী যোগ দিলে শিগগিরই তাদের লড়াই করার ক্ষমতা বেড়ে যাবে। এদিকে ইরাকের কুর্দি অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, বাহিনী পাঠানোর প্রস্তুতি নিয়ে আছেন তারা, কিন্তু এখনও কোনো নির্দেশ পাননি। উর্ধ্বতন কুর্দি কর্মকর্তা ইসমেত হেসেন বিবিসিকে বলেন, তার বাহিনী আইএসের বিরুদ্ধে ইতিমধ্যে লড়াই শুরু করেছে এবং তাদের এখন শুধু অস্ত্র দরকার, জনবল নয়। মার্কিন সামরিক বিমান থেকে কোবানির যোদ্ধাদের জন্য অস্ত্র, গোলাবারুদ এবং ঔষুধ ফেলার পর এ ঘোষণা দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট চাভুশোলো । একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!