AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবিকে ভর্তিচ্ছুদের ৩ দিনের আল্টিমেটাম, স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad

০৭:৪৫ এএম, অক্টোবর ২১, ২০১৪
ঢাবিকে ভর্তিচ্ছুদের ৩ দিনের আল্টিমেটাম, স্মারকলিপি প্রদান

একুশে সংবাদ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি সুযোগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বরাবর স্মারকলিপি দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৩ দিনের সময় বেঁধে দিয়েছে । বিক্ষোভকারীরা বলেন, আগামী তিন দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। ছাত্র-শিক্ষকরাও সেখানে যোগ দেবেন। এদিকে স্মারকলিপি দেয়ার আগে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ শুরু করেছিল। কিন্তু পুলিশের বাধায় তাদের সেই সমাবেশ পণ্ড হয়ে যায়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক সময় তাদে প র মধ্য থেকে ছয়জনের একটি ্রতিনিধি দল ভিসি বরাবর একটি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে যা যা রয়েছে- যেসব শিক্ষার্থী প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়নি তারা পূর্ব নিয়ম অনুযায়ী এবং ভিসির দেওয়া আশ্বাসে দ্বিতীয়বার ঢাবিতে ভর্তির সুযোগ না পেলে তাদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়ে পড়বে। আমরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। ঢাবির এমন সিদ্ধান্তের ফলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও একই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে শিক্ষার্থীরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক ব্যবস্থার কবলে পড়তে বাধ্য হবে, অনেকের পক্ষে অতিরিক্ত শিক্ষা ব্যয় বহন সম্ভব হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী ২২ বছরের ঊর্ধ্বে কোন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না, এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ হারালে ২২ বছরের ঊর্ধ্ব শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে এবং যারা ২০১৪-১৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়নি তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। ভর্তি কমিটি যদি এ রূপ সিদ্ধান্ত গ্রহণ করতে চান, তবে অন্তত এক বছর পূর্বে শিক্ষার্থীদের অবহিত করা প্রয়োজন, যেন তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে। এ সময় একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাসদ ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা সংলগ্ন কলা অনুষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় তারা ডাকসু নির্বাচনের দাবিও জানান। একুশে সংবাদ ডটকম/শিলা/২১.১০.১৪
Link copied!