AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবোলা সনাক্তে আসছে থার্মো স্ক্যানার


Ekushey Sangbad

০৮:১০ এএম, অক্টোবর ২১, ২০১৪
ইবোলা সনাক্তে আসছে থার্মো স্ক্যানার

একুশে সংবাদ: বিশ্বজুড়ে মরণব্যাধি ইবোলা ভাইরাস সনাক্তের জন্য কিছুদিনের মধ্যে থার্মো স্ক্যানার আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম । মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য ওমরন হেলথ কেয়ারের বিনামূল্যে সরবরাহ করা মেডিকেল সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাস্থমন্ত্রী বলেন,ইবোলা আক্রান্ত কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ‘হাইকোর্টের নির্দেশের আগেই আমরা ইবোলা রোগ প্রতিরোধে কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছি। কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য জাপানি প্রতিষ্ঠান ওমরন হেলথ কেয়ার বিনামূল্যে দুই হাজার ব্লাড প্রেসার মাপার যন্ত্র, এক হাজার ব্লাড সুগার মাপার যন্ত্র ও দুই হাজার বক্স বিজিএম স্ট্রিপ দিয়েছে। অনুষ্ঠানে সাতটি কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিদের হাতে এসব মেডিকেল সরঞ্জামাদি তুলে দিয়ে এসব বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় দেশের সম্পদশালী মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান নাসিম। স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান মন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সচিব এম এন নিয়াজউদ্দিন ও কমিউনিটি প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাখদুমা নার্গিস প্রমুখ। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!