AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৮ জানুয়ারির মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে হাজিরের নির্দেশ


Ekushey Sangbad

০৯:৩৬ এএম, অক্টোবর ২১, ২০১৪
১৮ জানুয়ারির মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে হাজিরের নির্দেশ

একুশে সংবাদ : হজ ও তবলীগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলায় ২০১৫ সালের ১৮ জানুয়ারির মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহামন এ নির্দেশ দেন। আদালতে হাজির না হওয়ায় এ দিন মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে ২০১৫ সালের ১৮ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেয়। মামলার এজাহার থেকে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতার একপর্যায়ে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তবলীগ জামাতের ঘোরতর বিরোধী। হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে পাঁচশ’ কোটি টাকা খরচ হয়।’ মহানবী হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘আবদুল্লাহর পুত্র মোহাম্মদ (স.) চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে- তার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্যে দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।’ তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইসলাম অবমাননার অভিযোগে জনৈক নাজিম উদ্দিন বাদী হয়ে ২ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২১ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। একুশে সংবাদ ডটকম/শিলা/২১.১০.২০১৪
Link copied!