AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিস্টোরিয়াসের পাঁচ বছর কারাদণ্ড


Ekushey Sangbad

০৯:৪৮ এএম, অক্টোবর ২১, ২০১৪
পিস্টোরিয়াসের পাঁচ বছর কারাদণ্ড

একুশে স্পোর্টস ডেস্ক: প্রেমিকা হত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারক থোকোজিলে মাসিপা এরায় দেন।সূত্র বিবিসি। গত মাসে প্রমিকা রিভা স্টিনক্যাম্প হত্যার অভিযোগে দোষী অভিযুক্ত হওয়ায় পিস্টোরিয়াসের বিচার শুরু হয়। মামলার রায়ে সরকারপক্ষ ন্যূনতম দশ বছরের শাস্তি দাবি করা হয়। অপরদিকে বিবাদীপক্ষ এ মামলার রায়ে গৃহবন্দী রাখার জন্য আবেদন জানায়। গত বছর ১৪ ফেব্রুয়ারি মধ্য রাতে প্রেমিক পিস্টোরিয়াসের বাসভবনে খুন হন দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী রিভা স্টিনক্যাম্প। প্রিটোরিয়ার অভিজাত এলাকায় নিজ বাড়িতে স্টিনক্যাম্পকে শট গানের উপর্যুপরি গুলিতে হত্যা করেন পিস্টোরিয়াস। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ করে বাথরুমে অবস্থান করেছিলেন স্টিনক্যাম্প। তবে হত্যাকাণ্ডের পর থেকে পিস্টোরিয়াস বলে আসছেন, বাথরুমে চোর মনে করে গুলি ছুঁড়েছেন তিনি। পরিকল্পিত হত্যার অভিযোগ থেকে খালাস পেলেও এতে অন্য মামলায় সামনে বিচার বাকি পিস্টোরিয়াসের। অবহেলা ও বেপরোয়া কাণ্ডের কারণে এ খুনের ঘটনা ঘটেছে- এমন প্রমাণিত হলেও সর্বোচ্চ ১৫ বছরের সাজা পেতে পারেন পিস্টোরিয়াস। উল্লেখ্য, ২০১২’র লন্ডন অলিম্পিকে নতুন ইতিহাস গড়েন দুই পাহীন দৌড়বিদ দক্ষিণ আফ্রিকার অস্কার পিস্টোরিয়াস। অলিম্পিক গেমসের ইতিহাসে মূল আসরে এর আগে প্রতিবন্ধী কোনো অ্যাথলেটকে যোগ্যতা পেতে দেখা যায়নি। বালক বয়সে রোগের চিকিৎসায় পিস্টোরিয়াসের দুই পা হাঁটু থেকে কেটে বাদ দেন চিকিৎসকরা। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!