AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটিং অনুশীলন ভালোই করেছে ব্যাটসম্যানরা


Ekushey Sangbad

১০:৫১ এএম, অক্টোবর ২১, ২০১৪
ব্যাটিং অনুশীলন ভালোই করেছে ব্যাটসম্যানরা

একুশে স্পোর্টস: ব্যাটিং অনুশীলন ভালোই করেছেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। টেস্ট দলের ব্যাটসম্যানরা ছিলেন ব্যাট হাতে সফল।বিসিবি একাদশ দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ২৫২ রান। আগের দিন ৫ ওভারের সঙ্গে সোমবার মোট ৮৫ ওভার খেলা হয়েছে। আগের দিন ১ উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ । এর আগে প্রথমে ব্যাট করে ২৪১ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। ফলে ১১ রানে এগিয়ে স্বাগতিকরা, হাতে রয়েছে ৪ উইকেট। তবে ম্যাচের যা কন্ডিশন তাতে ৩ দিনের প্রস্তুতি ম্যাচটি ড্রয়ের দিকেই এগুচ্ছে। শামসুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে মূল লড়াই শুরুর আগে নিজেকে বেশ ভালভাবেই ঝালিয়ে নিয়েছেন। ৬৯ রানের ইনিংস খেলেছেন ৯ চার ও ১ ছয়ে। তার সঙ্গে টেস্ট দলের মার্শাল আইয়্যুবও খেলেছেন ৩১ রানের ইনিংস। এ ছাড়া শুভাগত হোম ৫৩ ও তাইবুর পারভেজ ১৫ রান করে অপরাজিত থেকে দিন শেষে করেছেন। দলের অন্য ব্য্যাটসম্যানদের মধ্যে রনি তালুকদার ৪৬ ও আসিফ আহমেদ ২৩ রান করেছেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে লেগ স্পিনার নাটসাই এম’শানগিউ বল হাতে সবচেয়ে সফল। তিনি ৯৮ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া চিগুম্বুরা ও টাফাডজওয়া কামুঞ্জোজি একটি করে উইকেট নিয়েছেন। সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) : জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৭৬.২ ওভারে ২৪১ (রাজ্জা ৪৪, চিগুম্বুরা ৩৯, মাসাকাদজা ২৪; রানা ২/২২, নাঈম ২/৫৩)। বিসিবি একাদশ প্রথম ইনিংস : ৯০ ওভারে ২৫২/৬ (শুভ ৬৯, শুভাগত হোম ৫৩*, রনি ৪৬, তাইবুর পারভেজ ১৫*; নাটসাই এম’শানগিউ ৪/৯৫)। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!