AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে : স্পিকার


Ekushey Sangbad

১১:৫১ এএম, অক্টোবর ২১, ২০১৪
সংসদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে : স্পিকার

একুশে সংবাদ :জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন ,দশম জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। সম্প্রতি বাংলাদেশ সিপিএ এবং আইপিইউ পদে বিজয় অর্জন করে বিশ্বের বুকে নজির স্থাপন করেছে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়ে দেশ ফিরে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি এমন মন্তব্য করেন। ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কোনো সঙ্কট আছে বলে মনে করি না। যদি থাকতো তাহলে আন্তর্জাতিক দুটি পার্লামেন্টারি ফোরামে বাংলাদেশ বিজয় অর্জন করতে পারত না। এ সময় স্পিকার জানান, বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে নির্বাচিত সংসদ চালু আছে। এর মধ্যে ১৮৫টি দেশই আইপিইউ ও সিপিইউরে সদস্য। বাংলাদেশ এখন এ দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে।’ এ সময় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নব নির্বাচিত সভাপতি সাবের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন। এছাড়াও সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, অন্যান্য হুইপ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৯ অক্টোবর ক্যামেরুনে সিপিএ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চেয়ারপারসন নির্বাচিত হন। এর এক সপ্তাহের মাথায় অর্থাৎ গত ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইপিইউ নির্বাচনে সভাপতি পদে সাবের হোসেন চৌধুরী বিজয় লাভ করেন। একুশে সংবাদ ডটকম/এফরান/২১.১০.০১৪:
Link copied!