AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাস দুর্ঘটনায় নিহত ৩৩ জনের দাফন সম্পন্ন


Ekushey Sangbad

১২:৩৬ পিএম, অক্টোবর ২১, ২০১৪
বাস দুর্ঘটনায় নিহত ৩৩ জনের দাফন সম্পন্ন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা আর দাফনের সময় স্বজন আর জনতার উচ্চস্বরে কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। এর মধ্যে গুরুদাসপুরের সিধুলী গ্রামে এক পরিবারের ছয় ভাইসহ ১৪ জন, শিকারপাড়া ফাজিল মাদরাসার প্রভাষক রেজাউল করিম, বৃ-চাপিলা গ্রামের বাবুল (৪০), আব্দুল আওয়াল (৩০), পাটপাড়া গ্রামের জকের আলী, সোনাবাজু গ্রামের আবু হানিফ, চাঁচকৈড় বাজারের আবুল খায়ের (৬৫) এবং অথৈ পরিবহনের বাসের মালিক ও চালক আলম হোসেন (৪০), পৌর সদরে এলজিইডির একজনের দাফন হয়েছে। অন্যদিকে বড়াইগ্রাম উপজেলার পিঙ্গইনে মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের, সংগ্রামপুরে আব্দুর রহমান (৪৫) ও তার স্ত্রী আরিফা বেগমের, বাজিতপুর গ্রামে আয়নাল হক (৩২) ও কিসমত আলীর (৪৫), জালশুকা গ্রামে মনিরুল ইসলাম ও তার ভাগ্নি সেবা ওরফে মোহনার (৮) এবং তারানগর গ্রামে কলেজ শিক্ষক জামাল হোসেন ও তার মেয়ে জান্নাতী খাতুনের (৬) জানাজা ও দাফন হয়েছে। দূর্ঘটনায় নিহত এলজিইডির গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমানের লাশ রাতেই কুষ্টিয়ায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার। সিধুলী গ্রামে ১৪ জনের দাফন : নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৪ জনের মধ্যে ১২ জনের জানাজা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এবং অপর দুজনের জানাজা জোহরের নামাজের পর সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়েছে। স্থানীয় গোরস্থানে একই সঙ্গে ১২টি এবং অন্যপাশে দুটি কবরে তাদেরকে দাফন করা হয়। জানাজার জন্য বাড়ি থেকে লাশগুলো স্কুল মাঠে নেওয়ার সময় পুরো সিধুলী গ্রামে কান্নার রোল পড়ে যায়। এখনো দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন গ্রামের মানুষ। গ্রামে গ্রামে শোক : দূর্ঘটনায় নিহত একই উপজেলার এলজিইডির উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমানের লাশ রাতেই উপজেলা প্রশাসন তার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে পাঠিয়েছে আর একই দপ্তরের নিহত অফিস সহকারী রেজাউল করিমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি বড়াইগ্রাম উপজেলার পিঙ্গইনে দাফন করা হয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শরিফুননেছা উপস্থিত ছিলেন। সংগ্রামপুরে দাফন হয়েছে আব্দুর রহমান (৪৫) ও তার স্ত্রী আরিফা বেগমের। একই এলাকার বাজিতপুর গ্রামে আয়নাল হক (৩২) ও কিসমত আলীর (৪৫) দাফন হয়েছে। একই সময়ে পার্র্শ্ব¦বর্তী জালশুকা গ্রামের মনিরুল ইসলাম ও তার ভাগ্নি সেবা ওরফে মোহনার (৮) দাফন সম্পন্ন হয়েছে। সবকটি স্থানে দাফনের সময় স্বজন ও গ্রামবাসীর কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। একুশে সংবাদ ডটকম/শিলা/২১.১০.২০১৪
Link copied!