AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশরাফুলের শাস্তি কমানোয় আইসিসি ও বিসিবির আপত্তি


Ekushey Sangbad

০২:১৪ পিএম, অক্টোবর ২১, ২০১৪
আশরাফুলের শাস্তি কমানোয় আইসিসি ও বিসিবির আপত্তি

একুশে স্পোর্টস: স্পট ফিক্সিংয়ের অভিযোগে আশরাফুলের শাস্তি কমানোর বিরুদ্ধে আপত্তি তুলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টা নিশ্চিত করেন। বিপিএল স্পট ও ম্যাচ ফিক্সিং মামলায় মোহাম্মদ আশরাফুলের তিন বছর শাস্তি কমিয়ে ৫ বছর করা হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গঠিত ট্রাইব্যুনাল আশরাফুলের আপিলের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছিলেন। এ বিষয়ে সুজন বলেন,‘ আশরাফুলের শাস্তি কমানোর বিষয়ে আকসু আপত্তি তুলেছে। তবে শাস্তি কমানোর বিরুদ্ধে কবে আপিল করবে সে বিষয়ে দু-এক দিনের মধ্যেই নিশ্চিত করা যাবে।’ উল্লেখ’ এর আগে গত ১৮ জুন বিসিবি গঠিত ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছর নিষিদ্ধ এবং ১০ লাখ টাকা জরিমানার রায় দেন যা গত বছরের ৭ জুলাই থেকে কার্যকর হয়েছে। রায় ঘোষণার পর নির্ধারিত ২২ দিনের মধ্যে শাস্তি কমানোর আপিল করেন আশরাফুল। যার ফলে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আশরাফুলের ৩ বছরের শাস্তি কমায়। সে রায়ে বলা হয়, আশরাফুল নিষিদ্ধ থাকবেন পাঁচ বছর, যা কার্যকর হবে গত বছরের ১৩ আগস্ট থেকে। তবে বিসিবি/আইসিসি আয়োজিত দুর্নীতি বিরোধী শিক্ষা এবং প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ এবং আইসিসির কাছ থেকে ভালো আচরণের সনদ পাওয়া সাপেক্ষে শেষ দুই বছরও তার শাস্তি মওকুফ হতে পারে। সে ক্ষেত্রে তিনি ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে পূনরায় খেলায় ফিরতে পারবেন। তবে তার ১০ লাখ টাকা জরিমানা বহাল থাকবে। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১০.২০১৪
Link copied!