AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : সিএসই


Ekushey Sangbad

০৫:২৬ এএম, অক্টোবর ২২, ২০১৪
পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : সিএসই

একুশে সংবাদ : চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) ইন্টারনেট মেলা শুরু হচ্ছে আজ থেকে। শেষ হবে ২৩ অক্টোবর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। জানা গেছে, মেলায় ব্রোকারেজ হাউস অংশগ্রহণ করবে ১৭টি, আইটি সলিউশন কোম্পানি থাকবে তিনটি, টেলিকম কোম্পানি দুটি এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানি দুটি। মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। মঙ্গলবার সিএসই ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএসই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাজিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিএসই চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। মেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছাড়াও বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন উপস্থিত থাকবেন। সিএসই এমডি বলেন, এ মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের অনলাইন ট্রেডিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হবে। কীভাবে আইপ্যাড, নোটপ্যাড, স্মার্টফোনের মাধ্যমে পুঁজিবাজারের লেনদেন পরিচালনা করা যায়, তা হাতে-কলমে শিখিয়ে দেয়া হবে। বর্তমানে ব্যাংকে ডিপোজিটের সুদের হার অন্য সময়ের তুলনায় কম। এর ফলে মুনাফার আশায় এখন অনেকে পুঁজিবাজারে বিনিয়োগ করছেন। তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে বাজারে নিয়ে আসতে হবে। এটা সত্য, পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এটা সব সময় থাকবে। আমরা ইন্টারনেট মেলার মধ্যে বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রমে সহজবোধ্য আনতে চাচ্ছি_ যেন যে কেউ লেনদেনে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আগেও ইন্টারনেট ট্রেডিং ব্যবস্থা চালু ছিল; কিন্তু নানা কারণে তা চালু রাখা সম্ভব হয়নি। তবে মোবাইল ডিভাইসের বদৌলতে এখন হাতে হাতে স্মার্টফোন থাকায় অনেকেই অনলাইনে লেনদেন পরিচালনা করছেন। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, প্রতিদিন ইন্টারনেটের মাধ্যমে ৫ কোটি থেকে ৭ কোটি টাকা লেনদেন হচ্ছে। তবে বিষয়টি এখনও অনেকের কাছে অজানা। ইন্টারনেট ট্রেডিংয়ের জন্য বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস থেকে একটি পাসওয়ার্ড নিতে হয়, যা অনেকেরই কাছে অজানা। আমরা মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের এ বিষয়টিই অবহিত করব। এটি সহজবোধ্য করা সম্ভব হলে দেশি-বিদেশি বিনিয়োগও বাড়বে। সৈয়দ সাজিদ হোসেন বলেন, দেশে যখন প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়, তখন নানা সমস্যা ছিল। এখন তা সবার কাছেই সহজবোধ্য। ইন্টারনেট ট্রেডিং সিস্টেম প্রথম দিকে অনেকের কাছে দুর্বোধ্য মনে হলেও পরবর্তী সময়ে তা সহজ হবে। আমরা ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের যে সিস্টেম সবাইকে অবহিত করতে যাচ্ছি, তা বাজার সম্পর্কেও সচেতনতা বাড়াবে। মেলায় আগতদের পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হচ্ছে। বিনিয়োগকারীদের মেলায় প্রবেশের টিকিটের ওপর ভিত্তি করে এ পুরস্কার দেয়া হবে। লটারির মাধ্যমে প্রথম পুরস্কার প্রদান করা হবে একটি স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার বাংলা লায়নের মডেম, তৃতীয় পুরস্কার গ্রামীণফোনের মডেম, চতুর্থ পুরস্কার গ্রামীণফোনের সিমকার্ড এবং পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে একটি রবি সিমকার্ড। মেলায় যে ব্রোকারেজ হাউসগুলো অংশগ্রহণ করবে সেগুলো হচ্ছে বি রিচ লিমিটেড, লঙ্কাবাংলা সিকিউরিটিজ, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, সালতা ক্যাপিটাল, রয়েল ক্যাপিটাল, ব্রিটিশবাংলা সিকিউরিটিজ, প্রুডেনশিয়াল ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, মাল্টি সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, বিডিবিএল সিকিউরিটিজ। একুশে সংবাদ ডটকম/আর/২২-১০-০১৪:
Link copied!