AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবির আইন বিভাগে তালা


Ekushey Sangbad

১০:৫২ এএম, অক্টোবর ২২, ২০১৪
সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবির আইন বিভাগে তালা

একুশে সংবাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের ‘অস্ত্রধারী’ যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আইন বিভাগে তালা দিয়েছে তার অনুসারীরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সজিবের অনুসারী কিছু ছাত্রলীগ নেতাকর্মী আইন বিভাগে তালা লাগিয়ে অবরোধ করে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সজিবুল ইসলামের অনুসারী ছাত্রলীগ কর্মী সঞ্জয় কুমার কর্মকার ও মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে ১৫/২০ জন কর্মী এসে আইন বিভাগে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লোকমান হাকিম ঘটনাস্থলে যান এবং বিভাগীয় শিক্ষকদের সঙ্গে কথা বলে ফিরে আসেন। তবে, এ সময় বিভাগের তালা খোলা হয়নি। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. লোকমান হাকিম বলেন, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। এটা বিভাগ বলতে পারবে কেন বিভাগে ক্লাস-পরীক্ষা হচ্ছেনা। বিভাগ যদি প্রক্টরিয়াল বডির সহযোগিতা চায় তাহলে আমরা সহযোগিতা করব। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, সজিবের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তাধীন। এ তদন্তের উপর কোন প্রভাব পড়ে এমন কিছু বলা বা করা যাবে না। তবে, এ বিষয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া উচিত বলে মনে করেন তিনি। ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছেন- এমন কিছু ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। এছাড়া, সজিবকে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এতে বিশ্ববিদ্যালয় আইনশৃংখলা কমিটির সুপারিশের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সজিব ও তার সহযোগী সালাহউদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি ক্ষতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে, তদন্ত কমিটি এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি। একুশে সংবাদ ডটকম/শিলা/২২.১০.২০১৪
Link copied!