AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই কমিশন দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয় : খালেদা


Ekushey Sangbad

১১:২২ এএম, অক্টোবর ২৩, ২০১৪
এই কমিশন দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয় : খালেদা

একুশে সংবাদ : দেশের নির্বাচন কমিশনকে অথর্ব হিসেবে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, ‘এই নির্বাচন কমিশন অথর্ব। এই কমিশন দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে জনগণ ভোট দিতে পারবে না।’ বিএনপির চেয়ারপারসন আরও বলেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। তাই এই সরকার পদত্যাগ না করলে আন্দোলন করে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।’ তিনি আরও বলেন, সরকারি ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে সরকার। পোশাক ও পাটশিল্প ধ্বংস করেছে তারা। সরকার রানা প্লাজার ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান দেয় নাই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সরকার ব্যস্ত লুটপাট নিয়ে। অন্যদিকে বিএনপির লক্ষ্য দেশের উন্নতি। ‘ভোটকেন্দ্রে মানুষ না থেকে কুকুর বসে থাকে, তারা আবার জনপ্রতিনিধি হয় কীভাবে’ এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এ অবৈধ সরকার নতুন নতুন আইন করছে। সম্প্রচার নীতিমালা করছে। নির্বাচিত না হয়ে কোনো আইন করা যায় না। জনবিচ্ছিন্ন হয়েই সরকার নতুন নতুন আইন করছে।’ এর আগে নীলফামারী হাইস্কুল মাঠে বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এ জনসভায় জোটের স্থানীয় ও জাতীয় নেতারা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী। দেশে আইনের শাসন নেই খালেদা জিয়া বলেন, দেশে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, মানবাধিকার নাই। এ নির্যাতন অত্যাচার আর চলতে পারে না, হতে দেওয়া যায় না। শেখ হাসিনাকে ‘স্বঘোষিত বেইমান’ উল্লেখ করে তিনি বলেন, একবার যে বেইমানি করে, বারবার সে বেইমানি করে। এর আগে জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহনকারী গাড়িবহর দুপুর ২টার দিকে নীলফামারী সার্কিট হাউজে এসে পৌছায়। এদিকে, বিশ দলীয় জোটের এ জনসভাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিএনপি ও বিশ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে রীতিমত উৎসবের আমেজ দেখা দিয়েছে। দুপুর দুইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হলেও সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেওয়ার জন্য নীলফামারী হাইস্কুল বড় মাঠের দিকে আসতে থাকেন। সৈয়দপুরের পর থেকেই বিশেষ করে নীলফামারীর প্রবেশমুখ দাড়োয়ানী এলাকা থেকে জনসভা স্থলের ১২ কিলোমিটার রাস্তায় খালেদা জিয়ার গাড়িবহর জনতার ভীড় ঠেলে আসতে ঘন্টাখানেকেরও বেশি সময় লাগে। দুপুর গড়ানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠে জনসভার বিশাল মাঠ। সকাল থেকে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আধিক্য চোখে পড়ে। মাথায় জামায়াতের পট্টি বেধে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে মাঠের দিকে আসেন। এর পর অন্য শরিক বাংলাদেশ ন্যাপ‘র নেতাকর্মীরা মাথায় লাল টুপি ও লাল জামা-গেঞ্জি পড়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। জাগপারও বেশ কিছু নেতাকর্মীকে রঙিন পোষাকসহ সমাবেশের দিকে মিছিল নিয়ে আসতে দেখা যায়। জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান আশা প্রকাশ করে বলেন, বিশ দলীয় জোটের সমাবেশে কমপক্ষে দশ লাখ মানুষ যোগ দেবেন। বেলা সোয়া ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশের মঞ্চে আসেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা জনসভায় বক্তব্য দেন। এ ছাড়া শরিক জোটের নেতাদের মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, কল্যাণ পাটির চেয়ারম্যান মে.জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপা প্রধান শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, ইসলামী ঐক্যজোটের মওলানা আবদুল লতিফ নেজামি, বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আব্দালিব রহমান পার্থ, সাম্যবাদী দলের আবু সাইদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মজিবর রহমানসহ ২০ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। স্থানীয় নেতাদের মধ্যে, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মওলানা আবদুর রশিদ, বিএনপি সহ সভাপতি আলমগীর সরকার, সাবেক মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ভজে, জলঢাকা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, ডোমার পৌরসভা মেয়র মনসুরুল ইসলাম দানু, জেলা বিএনপি নেতা মীর সেলিম, মোস্তফা ফিরোজ প্রমুখ বক্তব্য দেন। জোটের অন্য নেতাদের মধ্যে জাগপা মহাসচিব খন্দকার লুৎফর রহমান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যণ পার্টির এমএম আমিনুর রহমান, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে জাসাসের শিল্পীরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন। সমাবেশের জন্য ঢাকার ‘তাহের মাইক সার্ভিস’ থেকে আড়াইশত মাইক পুরো নীলফামারী শহরে লাগানো হয়েছে। একুশে সংবাদ ডটকম/শিলা/২৩.১০.২০১৪
Link copied!