AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারা গেছেন গোলাম আযম


Ekushey Sangbad

০৩:১৪ এএম, অক্টোবর ২৪, ২০১৪
মারা গেছেন গোলাম আযম

একুশে সংবাদ : জামায়াতের সাবেক আমীর ও একাত্তরে মানবতা বিরোধী অপরাধে নব্বই বছরের কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযম মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃতের স্বজনরা জানান, বুধবার রাতে হঠাৎই রক্তচাপ কমে যাওয়ায় অবস্থা খারাপের দিকে যায় গোলাম আযমের। এরপর দীর্ঘক্ষণ অবস্থার উন্নতি না হওয়ায় ইনফেকশন ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে। পরে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। সবশেষে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোলাম আযম মারা গেছেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়, হাসপাতাল কর্তৃপক্ষ। বিএসএমএইচইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূইয়া বলেন, 'গোলাম আজম মৃত্যুবরণ করেছেন। তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত ১০.১০ মিনিটে মৃত্যু হয়েছে।' এদিকে, গোলাম আযমকে মৃত ঘোষণার কয়েক ঘণ্টা আগ থেকেই হাসপাতাল এলাকা ও আশপাশের সড়কে, নিরাপত্তা জোরদার করা হয়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে গণহত্যা, ধর্ষণ, লুটপাট সহ নানা অপকর্মের জন্য নিন্দিত ছিলেন গোলাম আযম। ২০১২ সালের জানুয়ারিতে গ্রেফতার করে গোলাম আযমের বিরদ্ধে ৫টি অভিযোগে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে গণহত্যা, ধর্ষণ, লুটপাট সহ নানা অপকর্মে নেতৃত্ব দেয়ায় এসব অভিযোগ গঠন করা হয়। এগুলোর মধ্যে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের অভিযোগ ৬টি, পরিকল্পনার অভিযোগ ৩টি, অপরাধ সংঘটনে উস্কানির অভিযোগ ২৮টি, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ২৩ এবং নির্যাতন ও হত্যার অভিযোগ একটি। গোলাম আযমের বিরুদ্ধে ৬১টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর খালাস চেয়ে রায়ের বিরুদ্ধে গোলাম আযমের পক্ষ থেকে আপিল করা হয়। অন্যদিকে সবোর্চ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আগামী ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে গোলাম আযমের আপিলের শুনানি হবার কথা রয়েছে। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.১০.০১৪:
Link copied!