AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেকের উপদেষ্টার পদত্যাগ


Ekushey Sangbad

০৪:৫০ এএম, অক্টোবর ২৪, ২০১৪
তারেকের উপদেষ্টার পদত্যাগ

একুশে সংবাদ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম চৌধুরী পদত্যাগ করেছেন। একই সঙ্গে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকেও সাময়িকভাবে অব্যাহতির ঘোষণা দেন তিনি। গতকাল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। জরুরি সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সায়েম বলেন, 'পুলিশি হেফাজতে নিয়ে তাকেসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের বিষয়টি সম্পূর্ণ তার পেশাগত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এর সঙ্গে রাজনৈতিক বিষয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু কিছু গণমাধ্যম আমার সম্পর্কে পেশাগত একটি বিষয়ের সঙ্গে রাজনৈতিক ও দলীয় পরিচয়কে একাকার করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রচার করছে। একটি পেশাগত বিষয়ের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে ইমেজ ক্ষুণ্ন করারও অপচেষ্টা চালানো হয়। এই অবস্থায় আমার পেশাগত বিষয়টির সঙ্গে রাজনৈতিক রং লাগিয়ে যাতে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ না পায় এ কারণে আমি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছি। একইসঙ্গে এই ঘটনাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদকের পদ থেকেও অব্যাহতি নিয়েছি।' উল্লেখ্য, মঙ্গলবার ব্যারিস্টার সায়েমের আইনি সহায়তা প্রতিষ্ঠান উজমা ল’ সেন্টার থেকে তাকেসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ব্রিটেনের ইমিগ্রেশন পুলিশ ইউকে বর্ডার এজেন্সি হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই ব্যারিস্টার সায়েমকে ছেড়ে দেওয়া হয়। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.১০.০১৪:
Link copied!