AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


Ekushey Sangbad

০৫:০০ এএম, অক্টোবর ২৪, ২০১৪
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একুশে সংবাদ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম সোলেমান আলী (২৫) । তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর খাড়োগ্রামের এজাবুল হকের ছেলে। তার বাড়ি কিরণগঞ্জ বিওপি'র জমিনপুর সীমান্তসংলগ্ন এলাকায়। গতকাল বৃহস্পতিবার উপজেলার জমিনপুর সীমান্তে এ ঘটনা ঘটে । জানা যায় , রাত ২টার দিকে মোবাইল ফোনে একটি কল আসার পর সোলেমান বাড়ি থেকে বের হয় সোলেমান । রাতে আর তিনি বাড়ী ফেরেনি। পরে ভোর ৫টার দিকে বাড়ির পেছনে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিরণগঞ্জ বিওপি'র আন্তর্জাতিক ১৭৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় সলেমানের বাড়ি। বাড়ির পেছনেই কাঁটাতারের সীমানা প্রাচীরের বাংলাদেশি অংশের এক শ গজ অভ্যন্তর এলাকা থেকে সোলেমানের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সোলেমান চোরাচালানির সঙ্গে জড়িত। চোরাচালন সংক্রান্ত কাজে সীমান্তে গেলে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বিএসএফের গুলিতে নিহত হন। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত তথ্য দেওয়া যাবে। আমরা বিএসএফকে প্রতিবাদপত্র পাঠাবো। এ ব্যাপারে পতাকা বৈঠকের চেষ্টা অব্যাহত রয়েছে। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.১০.০১৪:
Link copied!