AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়া-ভারত যৌথ চলচ্চিত্রের ছবিতে বাংলাদেশি বংশোদ্ভূত অর্ক


Ekushey Sangbad

০৫:৩৪ এএম, অক্টোবর ২৪, ২০১৪
অস্ট্রেলিয়া-ভারত যৌথ চলচ্চিত্রের ছবিতে বাংলাদেশি বংশোদ্ভূত অর্ক

একুশে সংবাদ : অস্ট্রেলিয়া-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'অ্যান ইন্ডিয়ান'- এ অভিনয় করবেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক অর্ক। দুই দেশের ক্রিকেটকে জড়িয়ে এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তী ব্রেট লি। আর লির বন্ধুর চরিত্রে দেখা যাবে সাংবাদিক অজয় দাসগুপ্তের ছেলে অর্ককে। সংবাদটি অজয় দাসগুপ্ত তার ফেসবুক পেজে জানিয়েছেন। ব্রেট লির সঙ্গে ছবির কেন্দ্রীয় নারী চরিত্র ত্বনিষ্ঠা চ্যাটার্জ্জীর একটি ছবিও আপলোড করেছেন। অজয় দাসগুপ্ত ফেসবুকে লিখেছেন, 'অর্ক যখন আমাকে ফোন করে বা কোন এসএমএস পাঠায় আমি জানি জরুরি কিছু। হঠাৎ দেখি লিখে পাঠিয়েছে 'আমাকে ওরা নির্বাচিত করেছে'। প্রথমটায় একটু হকচকিয়ে গেলেও বুঝে নিলাম কি বলতে চাইছে।' অর্ক তার বাবাকে জানান, সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এবট ইউরেনিয়াম নিয়ে কিছু চুক্তি সাক্ষর করতে ভারত সফরে গিয়েছিলেন। এ সময় দুই দেশের (অষ্ট্রেলিয়া-ভারত) যৌথ প্রযোজনায় অনুপম শর্মার নির্মানে 'অ্যান ইন্ডিয়ান' নামের একটি চলচ্চিত্রের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে তার সাথে ছিলেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। ছবিটি দুই দেশের জনপ্রিয় ক্রিকেট খেলাকে জড়িয়ে নির্মিত হবে যার কেন্দ্রে থাকবেন বিশ্বখ্যাত অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। সাথে থাকছেন ব্রিক লেন খ্যাত ত্বনিষ্ঠা চ্যাটার্জ্জী। এই ছবিতেই ব্রেট লির বন্ধুর চরিত্রে অভিনয়ের ডাক পেয়েছেন অর্ক। অজয় দাসগুপ্ত জানান, অর্ক তার মাকে বলেছিল- সম্ভাবনা খুব বেশী না। তবে ও চেষ্টা করেছে। এরপর একরাতে এসে বলে ব্রেট লীর সাথে তার ব্যক্তিগত ইন্টারভিউ ও অডিশনের গল্প। শেষে এসএমএস পেয়ে বুঝে গেলাম সুযোগটা অর্ক পেয়ে গেছে। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:
Link copied!