AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ


Ekushey Sangbad

০৬:৪৬ এএম, অক্টোবর ২৪, ২০১৪
এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ

একুশে সংবাদ : আজ শুক্রবার দেশের ৮৫টি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি ৩২টি ডেন্টাল কলেজের বিডিএফ কোর্সের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়। দেশের ২৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ঘণ্টা পরীক্ষা চলে। প্রার্থীরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৪৮৭টি আসনের বিপরীতে লড়াইয়ে অংশ নেয় ৬৯ হাজার ৪৭৭ জন প্রার্থী। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৬৭টি। এ বছর থেকে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে। এবারই প্রথম পটুয়াখালী, জামালপুর, টাংগাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও রাঙ্গামাটির নতুন ছয়টিসহ সরকারি ২৯টি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সেনাবাহিনী পরিচালিত নতুন পাঁচটি বেসরকারি মেডিকেল- রংপুর, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ও যশোর মেডিকেলসহ মোট ৫৪টি বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। কোচিং সেন্টারগুলো ভর্তি পরীক্ষার আগে সাজেশনের নামে যেন কোনো ধরনের প্রশ্ন প্রকাশ করতে না পারে সে জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:
Link copied!