AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


Ekushey Sangbad

০৬:৫৯ এএম, অক্টোবর ২৪, ২০১৪
চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

একুশে সংবাদ : চট্টগ্রাম মহানগরী এবং নগরীর বাইরে বিভিন্ন আন্তঃজেলা উপজেলার সড়ক-মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম হাটহাজারী সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান শুরু করে সড়কের জায়গা অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে গত এক সপ্তাহ আগে থেকে সড়কেই দুই পাশের অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করার পাশপাশি সময় বেধে দেয়া হয়। পুলিশের দেয়া এক সপ্তাহের আলটিমেটামের সময় শেষ হওয়ার পর শুক্রবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার জানান, সমন্বিত উদ্যোগে চট্টগ্রামে সড়ক-মহাসড়কের দুই পাশ অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ধারাবাহিকভাবে পরিচালিত এই অভিযানে শুক্রবার চট্টগ্রাম হাটহাজারী সড়কে অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো জানান, চট্টগ্রাম জেলার সবগুলো সড়ক অবৈধ দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- উপজেলা অংশে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার আলটিমেটাম শেষ হওয়ার পর বৃহস্পতিবার দিনভর উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানে উচ্ছেদ করা হয়েছে প্রায় আড়াইশ’ অবৈধ স্থাপনা। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া হাটহাজারী সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কমপক্ষে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হতে পারে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, চট্টগ্রামে সবচেয়ে ব্যস্ততম আন্তঃজেলা সড়ক হলো হাটহাজারী সড়ক। এই সড়ক দিয়ে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাউজান, নাজিরহাট, ফটিকছড়ি প্রভৃতি জেলা উপজেলার শত শত যানবাহন চলাচল করে। কোটি কোটি টাকা খরচ করে এই সড়কটি সম্প্রসারণ করা হলেও অবৈধ দখলদাররা সড়কের জায়গা দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় সড়কে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সড়ক বিভাগ এবং জেলা পুলিশ প্রস্তুতি নিয়ে সমন্বিতভাবে সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:
Link copied!