AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন ও সূচক দুটোই কমেছে


Ekushey Sangbad

০৭:০৬ এএম, অক্টোবর ২৪, ২০১৪
সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন ও সূচক দুটোই কমেছে

একুশে সংবাদ : সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গড় লেনদেন ও সূচক দুটোই কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩১ দশমিক ৯৫ শতাংশ। আর সিএসইতে কমেছে ২২ দশমিক ৬৯ শতাংশ। লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৮১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। আর সমাপ্ত সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ২৭৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে দশমিক ৩১ দশমিক ৯৫ শতাংশ। এই লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮২ দশমিক ৩৮ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির ১ দশমিক ৯২ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির ১২ দশমিক ৩৫ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ৯৪ শতাংশ। ডিএসইর প্রধান সূচক সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৪৯ শতাংশ বা ১৩১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৭১ শতাংশ বা ৫৪ দশমিক ১২ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির। এদিকে গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক কমেছে ২ দশমিক ৪১ শতাংশ বা ৩৯৩ পয়েন্ট। গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:
Link copied!