AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডায়নোসর রহস্যের সমাধান !


Ekushey Sangbad

০৮:৩৩ এএম, অক্টোবর ২৪, ২০১৪
ডায়নোসর রহস্যের সমাধান !

একুশে সংবাদ : অবশেষে গত ৫০ বছর ধরে ফসিল বিজ্ঞানীদের হতবুদ্ধি করে রাখা ডায়নোসর সংক্রান্ত একটি রহস্যের সমাধান হয়েছে। ১৯৬০ এর দশকে বিজ্ঞানীরা একটি ডায়নোসরের দু’টি দানবীয় বাহুর ফসিল মঙ্গোলিয়ার মাটি খুঁড়ে বের করেন। এরপর গত পাঁচ দশক ধরে বিজ্ঞানীরা ওই বাহু দুটি কী ধরনের পশুর ছিল তা নিয়ে বিস্তর গবেষণা করেছেন। কিন্তু এ ব্যাপারে তারা শুধু অনুমানই করতে পেরেছেন। নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। তথ্য অনুসন্ধানে এবার ওই ডায়নোসরটির পুরো দেহটিই মাটি খুঁড়ে বের করেছেন বিজ্ঞানীরা। এটি দেখে বিজ্ঞানীরা বলছেন, তারা যেমনটি কল্পনা করেছিলেন প্রাণীটি তারচেয়েও অনেক বিশি অদ্ভুত আকারের ছিল। বিজ্ঞানীরা বলেছেন, এটা ছিল বিশাল আকৃতির। এর ছিল বিশাল ঠোট। পিঠে ছিল উটের মতো কুঁজ। সেটিও ছিল দানবীয় আকৃতির। আর ঘোড়ার মতো পায়ে খুরও ছিল। খুরগুলোও ছিল দানবীয় আকৃতির। ন্যাচার নামক জার্নালে এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট অফ জিয়োসায়েন্স এন্ড মিনারেল রিসোর্স (কিগাম) এর গবেষক ইয়োং নাম লি ওই গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত আবিষ্কৃত ডায়নোসরগুলোর মধ্যে এটার আকৃতিই সবচেয়ে বেশি ‘কিম্ভুতকিমাকার’। এর সত্যিকার আকৃতি আমাদের কল্পনাকেও হার মানিয়েছে।’ মঙ্গোলিয়ার মাটি খুঁড়ে সম্প্রতি ওই জাতীয় ডায়নোসরের দুটি পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করার মধ্যদিয়ে এর রহস্যের চুড়ান্ত সমাধান করা হয়। গবেষকরা জানান, ডায়নোসরটি লম্বায় ছিল ১১ মিটার (৩৬ ফুট) আর এর ওজন ছিল ৬ টন। হাঁসের মতো ঠোটসহ এর বিশালাকৃতির লম্বা মাথা ও মুখমন্ডল ছিল। পিঠে ছিল বিশালাকৃতির কুঁজ। এর পাগুলোও খুবই ছোট ও মোটা ছিল। তবে খুরসহ এর পায়ের পাতাগুলোও ছিল বিশালাকৃতির। কর্দমাক্ত জলাভুমিতে বসবাস করতো বলেই এর পাগুলোর আকৃতি ওরকম ছিল। গবেষকদের ধারণা করছেন, এটি খুবই ধীরগতিতে চলাফেরা করতো। আর এর পাকস্থলী পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে এটি উদ্ভিদ ও মাছ খেয়ে জীবন ধারণ করতো। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:
Link copied!