AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমার্ধে সমতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা


Ekushey Sangbad

১০:৩০ এএম, অক্টোবর ২৪, ২০১৪
প্রথমার্ধে সমতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা

একুশে স্পোর্টস: শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে ১-১ গোলে সমতা বিরাজ করছে। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে বেলা  তিনটা ২৫ মিনিটে শুরু হয়েছে। খেলার ৩০ তম মিনিটে এমিলি গোল করে ১-০ গোলে এগিয়ে দেয় বাংলাদেশকে। মুন্নার ক্রস থেকে ভেসে আসা বলে মাথা ছুইয়ে বল জালে জড়ান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। পাঁচ মিনিট পরই সমতায় ফেরে শ্রীলঙ্কা । এসময় ফ্রি কিক থেকে গোল করেন শ্রীলঙ্কার মিডফিল্ডার রোশান। প্রথমার্ধের শেষ দিকে সহজ দুটি সুযোগ পায় এমিলি। তবে প্রথম বার ব্যর্থ হলে দ্বিতীয় বার সঠিক নিশানাতেই শট নিয়েছিলেন দেশ সেরা স্ট্রাইকার এমিলি। কিন্তু শ্রীলয্কার গোলরক্ষক ঝাপিয়ে পড়ে আটকে দেন তার নেয়া শট। ফলে প্রথমার্ধ শেষে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। এর আগে এগারো বার মুখোমুখি হয়ে আটবারই জয় পেয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর অন্য ম্যাচটি ড্র হয়েছিল। বাংলাদেশ দল: গোলরক্ষক: রাসেল, শহিদুল ও মাজহারুল, ডিফেন্ডার: রায়হান, নাসির, তপু, নাসিরুল, লিংকন, আরিফুল, ইয়াসিন, ইয়াইমন, মিডফিল্ডার: মামুনুল (অধিনায়ক), হেমন্ত , জামাল ভূঁইয়া, আতিকুর রহমান, সোহেল রানা, রাজু, ফরোয়ার্ড: তখলিস, ওয়াহেদ, শিফাত, জাহিদ, এমিলি, মিঠুন। শ্রীলঙ্কা দল: গোলরক্ষক: ইমরান, পেরেরা, ডিফেন্ডার: পরানাভিতারানা, রতনাইয়াকে, রাহুমান, ইরান্ডা, সেনানায়েকে, চান্দ্রারত্নে, ইরাঙ্গা, বান্দারা, মিডফিল্ডার: রিজকান, উইজেসেনা, জ্ঞানরুবান, ইহসান, রোশান, কুমারা, রিফনাজ, ফরোয়ার্ড: সানজিওয়া (অধিনায়ক), জোহার, ফজল, মধুসান, লাকমল, ডি সিলভা। একুশে সংবাদ ডটকম/মামুন/২৪.১০.২০১৪
Link copied!