AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠন আইএস


Ekushey Sangbad

১১:০৩ এএম, অক্টোবর ২৪, ২০১৪
বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠন আইএস

একুশে সংবাদ ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) খুব দ্রুত বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। সংগঠনটি কালোবাজারে তেল বিক্রি, জোর করে অর্থ আদায় ও মুক্তিপণ থেকে মাসে লাখ লাখ ডলার সংগ্রহ করছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।   চলতি বছরে ইরাক এবং সিরিয়াতে দখলকৃত অপরিশোধিত তেলের খনি থেকে আইএসের দৈনিক আয় ১০ লাখ ডলার। সন্ত্রাসবাদ এবং আর্থিক বিষয়ক ট্রেজারি আন্ডারসেক্রেটারি ডেভিড কোচেন এ তথ্য জানায়।   তিনি বলেন, অধিকাংশ সন্ত্রাসী সংগঠন যেভাবে অর্থ সংগ্রহ করে থাকে, আইএস তাদের চেয়ে ভিন্ন সূত্র থেকে ‘নজিরবিহীন গতিতে অর্থ সংগ্রহ করছে’। এ কারণে আইএসআইএল নামেও পরিচিত সংগঠনটি যুক্তরাষ্ট্রের সামনে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দেশটি জঙ্গি গোষ্ঠীটির অর্থের উৎস বন্ধে কাজ করে যাচ্ছে। খবর এএফপি’র।   কোহেন বলেন, ‘আমাদের কাছে রাতারাতি আইএসআইএল-এর ধনভা-ার শুন্য করার মতো কোন গোপন অস্ত্র নেই। এটা স্থায়ী লড়াই হবে এবং আমরা এই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে রয়েছি।’   কারনেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মুয়াশের বলেন, ‘আইএস-কে এখন বিশ্বের সবচেয়ে ধনী এবং অর্থসমৃদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হচ্ছে।’   চলতি বছরের জুন থেকে ইরাক ও সিরিয়ার বৃহৎ অঞ্চলের দখল নিতে থাকে আইএস। ইরাকি সেনাবাহিনীকে হটিয়ে দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ও বিদ্যুৎকেন্দ্র মসুল বাঁধের নিয়ন্ত্রণ নেয় তারা। এছাড়া, ইরাকি বাহিনীর কাছ থেকে য্ক্তুরাষ্ট্রের দেয়া আধুনিক যুদ্ধাস্ত্রগুলোও ছিনিয়ে নেয় আইএস যোদ্ধারা।   সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেয়া ইসলামি জঙ্গিগোষ্ঠী দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল) নিজেদের দখলকৃত এলাকাকে ইসলামি খিলাফত বলে ঘোষণা দেয়।   একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.১০.০১৪:
Link copied!