AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পিনই আমাদের জন্য প্রধান হুমকি: টেলর


Ekushey Sangbad

১২:১২ পিএম, অক্টোবর ২৪, ২০১৪
স্পিনই আমাদের জন্য প্রধান হুমকি: টেলর

একুশে স্পোর্টস: বাংলাদেশের স্পিন আক্রমণকে হুমকি হিসেবে মানছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। শুক্রবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে টেলর বলেছেন, ‘স্পিনই আমাদের জন্য প্রধান হুমকি। প্রথম টেস্টের আগের অনুশীলনে স্পিনেই সবচেয়ে বেশি জোর দিয়েছি আমরা । স্পিন ছাড়া বাংলাদেশের অন্য বিভাগকেও আমরা উপেক্ষা করছি না। চেনা কন্ডিশনে তারা দারুণ ব্যাটিং করে। আর তাদের দুই থেকে তিনজন ভাল পেসারও আছে। আমাদের তিন বিভাগ নিয়েই চিন্তা করতে হবে।’ দীর্ঘদিন পর জিম্বাবুয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এতদিন পর তাই এটাকে চ্যালেঞ্জ মনে হচ্ছে জিম্বাবুয়ের অধিনায়কের কাছে। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘১০ থেকে ১২ বছর পর আমরা আবার ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছি। দলের প্রতিটি সদস্য ফিট আছে, ফিটনেস ঠিক রাখতে সবাই কঠোর পরিশ্রম করেছে। শীতের কন্ডিশন সব সময়ই চ্যালেঞ্জিং। আর টেস্ট ক্রিকেট কখনোই সহজ হয় না। সব সময়ই চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয়।’ নিজ দলের শক্তিশালী দিক সম্পর্কে তিনি বলেছেন, ‘স্পিনিং কন্ডিশনে স্পিনারদের ওপরই ভরসা করতে হবে। আমরা বেশ কয়েকজন ভাল পেসারও পেয়েছি। তারা দিন শেষে রিভার্স সুইং করাতে পারে। আমি মনে করি এই পেসাররা আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। দলে এমন কয়েকজন সদস্য আছে, যারা এখানে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছে। তাদের অভিজ্ঞতাও আমাদের কাজে লাগবে।’ একুশে সংবাদ ডটকম/মামুন/২৪.১০.২০১৪
Link copied!