AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ে, কাম এবং স্পৃহা !


Ekushey Sangbad

০৩:২৬ এএম, অক্টোবর ২৫, ২০১৪
বিয়ে, কাম এবং স্পৃহা !

একুশে সংবাদ : বিয়ের কোন বয়স নেই। কারন সোনার বা ডায়মন্ডের আছে অদৃশ্য শক্তি। ৭০ বছর পর থেকে পুরুষদের নাকি নতুন করে যৌবন গজায়! এমন কথার মূলে আসলে আছে মেনোপজ এবং এন্ড্রোপজ ধারনা। নারী হলেই মেনোপজ আসবে এটা প্রাকৃতিক। এ সময় পিরিয়ড একেবারে বন্ধ হয়ে যায়। যৌন মিলনে তারা আগ্রহ হারায় মারাত্মকভাবে। প্রজনন শীতলতার শেষ পর্যায় আসে সাধারণত ৪০ থেকে ৪৫ বয়সসীমায়। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে, ৩০ বছরের পর থেকে ১% করে টেস্টোস্টেরন হারায় পুরুষ। তবে ক্ষমতা একেবারে হারিয়ে যায় না। অন্তত ৬ মাসে ১ বার মারাত্মক আকাঙ্ক্ষা জন্ম নেয়। এসব হল ডাক্তারি কথাবার্তা। এবার বিয়ে নিয়ে কৌতুক শোনা যাক। এক আমেরিকান বিয়ে করেছে ৬০ বছর বয়সে। কিন্তু তার ইরেক্টাইল সমস্যা। প্রতি রাতে সে জাতীয় সঙ্গীত গায়। কেউ বোঝে না কি কারন! আশেপাশের লোকজন খানিকটা বিরক্ত। রাত ১২ টায় কার ভালো লাগে- হেরে গলায় জাতীয় সঙ্গীত শুনতে! একদিন এক প্রতিবেশী এসে জিজ্ঞেস করে। ভাই আপনার কি সমস্যা? জাতীয় সঙ্গীত গান ক্যান প্রতিরাতে? উত্তরে লোকটা বলে, ভাইরে কত রাষ্ট্রপতি, মন্ত্রী, মিনিস্টার এই গান শুইনা খাঁড়ায় যায়, কিন্তু আমার এটার কোন হ্যাত-ক্যাত নাই! দেখি, কবে না দাঁড়ায়! আরেকটা শোনা যাক, কে যেন বলেছে ঠিক মনে নেই। উত্তরবঙ্গের লোকেরা নাকি দার্শনিক- তারা প্রতি কাজের মাঝে নাকি কাম খুঁজে পায়! আমাদের মাননীয় রেলমন্ত্রী আগামী ৩১ অক্টোবর শুক্রবার ৬৭ বছরের একাকিত্বের জীবন অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসে আনুষ্ঠানিকভাবে সংসার জীবন শুরু করতে যাচ্ছেন। পাত্রীর বয়স ৩২-এর কোঠায়। ইতিমধ্যে ইতিহাস ঘটে গেছে। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি মন্ত্রী থেকে বিয়ে করতে যাচ্ছেন। ২০০ মার্কের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। যারা বিসিএস দিতে যাচ্ছেন বা রেলওয়েতে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা প্রশ্নের উত্তরটা মুখস্ত রাখবেন। বিয়ে নিয়ে তিনি উত্তরবঙ্গীয় মানুষদের থেকে বেশি দার্শনিক কথা বলেছেন, নববধূ ঘরে এলে কাজের স্পৃহা বেড়ে যাবে। স্পৃহার অর্থ তেমন জানা ছিল না। এর অর্থ ঘাটতে যেয়ে অবাক না হয়ে পারা গেলো না। প্রিয় পাঠক, দেখুন তো কাজের এতো কিছু বেড়ে গেলে কি হবে! স্পৃহার সমার্থক শব্দঃ আকাঙ্ক্ষা, স্পৃহা, সাধ, ক্ষুধা, অর্থলিপ্সা, লালসা, ধনলিপ্সা, ধনতৃষ্ণা, ইচ্ছা, বাসনা, কামনা, সাধ, লোভ, লোলুপতা, জৈবিক চাহিদা, অভিলাষ, কামনা তা যা হোক, সুখী হোক এই দম্পতি। শুভ কামনা! একুশে সংবাদ ডটকম/আর/২৫-১০-০১৪:
Link copied!