AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সৈকত


Ekushey Sangbad

০৩:৫৬ এএম, অক্টোবর ২৫, ২০১৪
পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সৈকত

একুশে সংবাদ : দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহার উৎসবের আমেজ কাটিয়ে উঠতে না উঠতেই ভ্রমণপিপাসুদের আগমনে সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে বইছে আনন্দের ঢেউ। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাগর সৈকত। বালুকাবেলায় সূর্যাস্ত এবং ভোরের সূর্যোদয় দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই কুয়াকাটা বেড়াতে আসছেন। সরেজমিনে দেখা গেছে, পূজা এবং ঈদের একটানা ছুটি কাজে লাগাতে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে অনেকেই এসেছেন। দেশের বাইরে থেকেও পর্যটক আসছেন। ফলে কুয়াকাটার হোটেল এবং মোটেলগুলোও এখন অতিথিতে পরিপূর্ণ। ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল, ডাকবাংলোর কর্মচারী কর্মকর্তারা। ঈদের পরদিন থেকেই কুয়াকাটায় দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। কুয়াটার জিরো পয়েন্ট, জাতীয় উদ্যান (ইকোপার্ক), লেম্বুর চর, শুঁটকি পল্লী, মিস্ত্রীপাড়া রাখাইন মন্দির, গঙ্গামতির চর, রাখাইন মহিলা মার্কেটসহ একাধিক দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড় এখনও রয়েছে। সাতক্ষীরা থেকে কুয়াকাটা বেড়াতে আসা অশোক কুণ্ডু বলেন, ‘আমি এবার প্রথম কুয়াকাটা বেড়াতে এসেছি স্ত্রী আর একমাত্র ছেলেকে নিয়ে। এর আগে মানুষের মুখে কুয়াকাটার সৌন্দর্যের কথা শুনে মুগ্ধ হয়েছি। কিন্তু সময় স্বল্পতার কারণে আসা হয়নি। এবার ছুটি পেয়ে আর সুযোগ হাতছাড়া করিনি।’ তার স্ত্রী ইশিতা রানী বলেন, ‘বিবাহের ৮ বছর পর এক নতুন আনন্দ উপভোগ করছি যা অভাবনীয়। মনে হচ্ছে বাড়ি না গিয়ে এখানেই থেকে যাই।’ খুলনা জেলা শহর থেকে সপরিবারে কুয়াকাটা বেড়াতে এসেছেন স্কুল শিক্ষিকা রোকেয়া বেগম। তিনি বলেন, ‘ভ্রমণে আমার প্রিয় স্থান কুয়াকাটা। তাই ঈদ উদযাপন করেই এখানে চলে এসেছি সময় কাটাতে। এখানকার যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কিন্তু রাতের বেলা সৈকতে বেড়ানোর জন্য আলোর ব্যবস্থা না থাকায় পর্যটকদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে।’ কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘ঈদ ও পূজার ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে কুয়াকাটায়। অনেক দিন ব্যবসা-বাণিজ্য মন্দ ছিল। কিন্তু এবার পর্যটকদের সমাগমে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে হচ্ছে।’ কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কুয়াকাটা বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা সতকর্তার সঙ্গে কাজ করছে।’ পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মো. মোসফিকুর রহমান বলেন, ‘আমি কুয়াকাটায় নিজেই গিয়েছিলাম আইন শৃংঙ্খলা পরিস্থিতি দেখতে। কুয়াকাটায় স্পেশাল পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আগত পর্যটকদের আনন্দ বিঘ্নিত না হয়। তবে আনন্দের সীমারেখা যাতে অতিক্রম না হয় সে বিষয়েও পুলিশকে দৃষ্টি রাখতে বলা হয়েছে। কারণ গত শুক্রবার চার শিশু টিউব নিয়ে সাগরে সাঁতার কাটতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়েছিল। পরে কুয়াকাটার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করেছে। তাই সাগরে নেমে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আনন্দ করতে গিয়ে নিরানন্দ না হয়। একুশে সংবাদ ডটকম/আর/২৫-১০-০১৪:
Link copied!