AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad

০৪:০৫ এএম, অক্টোবর ২৫, ২০১৪
আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩ দিনের সরকারী সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন । শনিবার স্থানীয় সময় সকালে সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) আবুধাবি পৌঁছান তিনি।   আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ খালফান আল রুমি এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।   এর আগে শনিবার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   সফরের প্রথম দুই দিন আবুধাবি এবং শেষ দিন দুবাই ও রাস আল খায়েমে যাবেন প্রধানমন্ত্রী।   শনিবার আবুধাবিতে তার শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করার কথা রয়েছে।   এছাড়া রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহইয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ জায়েদ আল নাহইয়ানের সঙ্গে বৈঠক করবেন। আরব আমিরাতের জাতির মাতা শেখ ফাতিমার সাঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। রোববার রাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় তিনি যোগ দেবেন। সোমবার সকালে আবুধাবি থেকে দুবাই যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে শেখ হসিনা রাস আল খায়মাহয়ের শাসক সাউদ বিন সাকর আল কাশিমির দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এরপর বিকালে দুবাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। একুশে সংবাদ ডটকম/এফরান/২৫.১০.০১৪:
Link copied!