AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওজন কমাবেন, টাকা পাবেন !


Ekushey Sangbad

০৪:৩৬ এএম, অক্টোবর ২৫, ২০১৪
ওজন কমাবেন, টাকা পাবেন !

একুশে সংবাদ : ওজন কমাতে কত কি-না করে মানুষ। কেউ খাওয়া-দাওয়া কমিয়ে দেন, কেউ সকাল-বিকেল জগিং করেন। গাঁটের পয়সা খরচ করে কেউ কেউ আবার জিমনেসিয়ামে গিয়ে ব্যায়াম করেন। কিন্তু মুটিয়ে যাওয়ারা ওজন কমালে টাকা পাবেন_ এমন সুযোগ বোধহয় এই প্রথম। শুধু নগদ অর্থই নয়, সঙ্গে গিফট ভাউচারও পেতে পারেন । ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ সম্প্রতি এমন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে। স্থূলতা বা মুটিয়ে যাওয়াটা ব্রিটেনে এমনই ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে কর্মীদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অন্যান্য যোগ্যতার পাশাপাশি এখন থেকে ওজনও বিবেচনা করা হবে। শুধু তাই নয়, যে প্রতিষ্ঠানের কর্মীরা যত ওজন কমাবে সে প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে ততবেশি কর রেয়াত সুবিধা পাবে। চাইলে সরকার যে কোনো প্রতিষ্ঠানে ওজন কমানোর জন্য শরীরচর্চার ব্যবস্থা করতে অর্থও বরাদ্দ দেবে। ব্রিটিশ সরকারের স্বাস্থ্য বিভাগ (এনএইচএস) মুটিয়ে যাওয়া রোগীদের সমস্যা কমাতে এমন উদ্যোগ নিয়েছে। দেশটির দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্থূল বা বেশি ওজনের। আর দেশটিতে মুটিয়ে যাওয়া সংশ্লিষ্ট রোগের চিকিৎসায় বছরে ব্যয় হয় পাঁচশ কোটি পাউন্ড। নতুন পরিকল্পনায় জাতীয় উদাহরণ তৈরি করতে এনএইচএস নিজেদের কর্মীদের মধ্যেই ওজন কমানোর প্রবণতা চালুর সিদ্ধান্ত নিয়েছে। কারণ তাদের ১৩ লাখ কর্মীর মধ্যে ৭ লাখই স্থূলতায় ভুগছেন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের আশপাশে অস্বাস্থ্যকর খাবার-দাবার বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য ও ভালো থাকা পর্যবেক্ষণ করা হবে নিয়মিত। এনএইচএসের প্রধান নির্বাহী সিমোন স্টিভেন্স মনে করেন, আগে নিজেরা ঠিক হয়ে, তবেই অন্যদের ওজন কমানোর উপদেশ দিতে যাওয়া উচিত। অনেক হাসপাতালের ক্যান্টিনে চিপস কিংবা বার্গারের মতো জাঙ্ক ফুড বিক্রি হয়। রোগীদের ওজন কমাতে উৎসাহিত করতে প্রথমে এটা বন্ধ করতে হবে বলেও তিনি জানান। নিজের অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেন, ব্রিটেনও যদি মার্কিন প্রতিষ্ঠানগুলোর মতো ওজন কমানোর পদক্ষেপ নেয় তবে সেটা অনেক কাজে দেবে।সূত্র : মেইল অনলাইন। একুশে সংবাদ ডটকম/আর/২৫-১০-০১৪:
Link copied!